এ.কে.আজাদ (জেলা প্রতিনিধি) লক্ষ্মীপুর ঃ পেশাগত সাংবাদিক নয় এবং শৃঙ্খলা ভঙ্গের দায়ে লক্ষ্মীপুর রিপোর্টার্স ক্লাবের ৪জন সদস্যকে বহিস্কার করা হয়েছে। ৩০ অক্টোবর সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বিভিন্ন সূত্রে জানা যায়, বহিস্কৃত ৪জন সদস্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কর্মজীবি এবং পেশাগত সাংবাদিক নয় কিন’ তাদের স্ব -স্ব প্রতিষ্ঠানে সময় না দিয়ে সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে নাজেহাল করে। ক্লাবের পক্ষ থেকে তাদেরকে মোখিক ভাবে সতর্ক করা হলেও তারা ক্ষিপ্ত হয়ে সভাপতি ও সাধারণ সম্পাদককে অশুভ আচারণ করে। এমনকি প্রকাশ্যে হামলার চেষ্টা চালিয়ে প্রাণ নাশের হুমকী দেয়। কোন তথ্য প্রমাণ ছাড়া নিজের মন গড়া বিভ্রান্তিকর বক্তব্য প্রদান করে তারা। এতে করে ক্লাবের ভাবমূর্তি ক্ষুন্ন হয়। তাই সোমবার (৩০) অক্টোবর) বিকেল ৪ ঘটিকার সময় লক্ষ্মীপুর রিপোর্টার্স ক্লাবে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় সকলের সম্মতিক্রমে সহ-সভাপতি কামাল, কোষাধাক্ষ ভাস্কর বসু রায়, দপ্তর সম্পাদক কিশোর কুমার দত্ত ও নির্বাহী সদস্য মাষ্টার মফিজুর রহমানকে বহিস্কারের সিদ্ধান্ত হয়। এরই আলোকে উক্ত সদস্যদের বহিস্কার করা হয়। বহিস্কারের পর থেকে বহিস্কৃত ৪সদস্য ফেসবুকে মনগড়া বক্তব্য দিয়ে ক্লাবের সম্মান ক্ষুন্ন করার জন্য উঠে পড়ে লেগেছে। সংগঠনের নিয়ম অনুযায়ী দূষিদের বিরুদ্ধে আইনগত ব্যবস’া নেয়ার জন্য ক্লাবের সাথে আলোচনা করা হবে। উল্লেখ্য: বহিস্কৃত এসব সদস্যরা সাংবাদিক ও ক্লাবের নাম ভাঙ্গিয়ে কোন অপরাধে জড়িয়ে পড়লে তার দায়ভার লক্ষ্মীপুর রিপোর্টার্স ক্লাব নিবেনা।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply