ঝালকাঠি প্রতিনিধিঃ প্রত্যন্ত অঞ্চলের প্রতিবন্ধীদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে সংবাদ প্রকাশ করায় সাংবাদিক এস এম রাজ্জাক পিন্টুর হাতে সম্মাননা তুলে দিলেন সমাজকল্যাণমন্ত্রী ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি। বেলা সাড়ে ১২ টার সময় জেলার কাঠালিয়া উপজেলার পশ্চিম শৌলজালিয়া সুইড স্বাধীন বাংলা প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে সনদপ্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেননের হাত থেকে সাংবাদিক পিন্টুকে এ স্বারক দেওয়া হয়। অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক শিক্ষানুরাগী এড. সৈয়দ জাহাঙ্গীর শামীম এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ সচিব, পরিচালক স্থানীয় সরকার ঝালকাঠি’র মোঃ দেলোয়ার হোসেন মাতুব্বর, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মোজাম্মেল হোসেন রেজা, জেলা সমাজসেবা উপ পরিচালক মো. রুহুল আমিন শেখ, কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার ডাঃ শরীফ মোঃ ফয়েজুল আলম, উপজেলা সমাজসেবা অফিসার আসাদুজ্জামান, কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ শওকত আনোয়ার প্রমুখ। সম্মাননা পাওয়ায় সাংবাদিক এস এম রাজ্জাক পিন্টুকে অভিনন্দন জানিয়েছেন বাকেরগঞ্জ প্রেস ক্লাবের সাধারন সম্পাদক সেলিম খান, ভান্ডারিয়া’র সাংবাদিক বেলায়েত হোসেন মুন্সি, মঠবাড়িয়ার সাংবাদিক নাসির উদ্দিন মুন্সি, নলছিটির গোলাম মাওলা শান্ত, ইব্রাহিম খান শাকিল, এম এইচ প্রিন্স প্রমুখ। সাংবাদিক এস এম রাজ্জাক পিন্টু বরিশাল ল’ কলেজ ছাত্র সংসদের সাবেক প্রোভিপি, ঝালকাঠি রিপোটার্স ইউনিটির সাধারন সম্পাদক এবং কারিমীয়া নূরানী কিন্ডারগার্টেনের যুগ্ম সাধারন সম্পাদক।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply