Amar Praner Bangladesh

প্রধানমন্ত্রী শেখ হাসিনার যশোরে আগমন উপলক্ষে কেশবপুর উপজেলা আ’লীগের প্রস্তুতি সভা

কেশবপুর (যশোর) প্রতিনিধিঃ
৩১ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার যশোরে আগমন উপলক্ষে মঙ্গলবার সকালে কেশবপুর উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আ’লীগের সভাপতি এস এম রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, আ’লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, জেলা আওয়ামীীগের মুক্তি যোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, উপজেলা মহিলা আ’লীগের সভাপতি রাবেয়া ইকবাল, যশোর জেলা প্রজন্মলীগে সদস্য আশরাফুজ্জামান, কৃষকলীগের সভাপতি সৈয়দ নাহিদ হাসান, যশোর জেলা আ;লীগের সদস্য ইঞ্জিনিয়ার হাসান আলমগীর, এ্যাড. পৌর আ’লীগের যুগ্ম আহ্বায়ক মিলন মিত্র, উপজেলা ছাত্রলীগের আহবায়ক কাজী আজহারুল ইসলাম মানিক ও যুগ্ম আহবায়ক জাকির হোসেন মুন্না। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জি এম হোসেন, ছাত্রলীগের আবু হাসান। মহিলা আ’লীগের সাধারণ সম্পাদক মমতাজ বেগম, বিথিকা রাণী, ফতেমা বেগম প্রমুখ। আলোচনা শেষে উপজেলা ছাত্রলীগের আহবায়ক কাজী আজহারুল ইসলাম মানিক ও যুগ্ম আহবায়ক জাকির হোসেন মুন্না স্বাক্ষরিত প্রতিটি ইউনিয়নের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির নাম ঘোষনা করেন উপজেলা ছাত্রলীগের আহবায়ক কাজী আজহারুল ইসলাম মানিক ও যুগ্ম আহবায়ক জাকির হোসেন মুন্না।