মিরাজ শিবচর,প্রতিনিধি : মাদারীপুর জেলা শিবচর উপজেলা শেখ হাসিনা ইনিষ্টিটিউট অফ টেকনোলোজির ভিত্তি প্রস্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নে জবাবে স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মাদ নাসিম বলেন প্রধান বিচারপতিকে নিয়ে বিএনপি মিথ্যাচার করছে।বিএনপির মিথ্যচার করা তাদের সাংস্কৃতি। মন্ত্রী আরও বলেন প্রধান বিচারপতি সেচ্ছায় ছুটি নিয়েছেন ও সেচ্ছায় পদত্যাগ করেছেন।এতে সরকারের চাপ কিংবা উৎসাহ নেই বলেন। আগামী সংসদ নির্বাচন এই বর্তমান শেখ হাসিনা সরকারের অধিনেই হবে।নির্বাচনে এসে প্রমাণ করুক বিএনপির জনপ্রিয়তা কতটুকু।আগামী নির্বাচনেও আওয়ামীলীগ বিজয় হবে এবং ক্ষমতায় আসবে বলেন স্বাস্থ্য মন্ত্রী। এসময় উপস্থিত ছিলেন মাদারীপুর ১ এর সংসদসদস্য আওয়ামীলীগ পার্লামেন্টরী পার্টির সেক্রেটারি ও অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি জনাব নূর-ই-আলম চৌধুরী লিটন, ফেনি ১ আসনের সংসদসদস্য শিরিন আক্তার,মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মিয়াজউদ্দিন খান,জেলা প্রশাসক মো:ওয়াহিদুল ইসলাম,মাদারীপুর সিভিল সার্জন ডা:দিলীপ কুমার দাস,পুলিশ সুপার সরোয়ার হোসেন।আরও আওয়ামীলীগের অনেক নেতাকর্মী
মাদারীপুর সিভিল সার্জন ডা. দিলিপ কুমার দাস জানান, শেখ হাসিনা ইনস্টিটিউট অব হেল্থ টেকনোলজি (আইএইচটি) চালু হলে শিবচরের প্রত্যন্ত জনপদের ছেলে-মেয়েরা প্যাথলজির বিভিন্ন বিষয়ের উপর এখানে পড়াশোনা করতে পারবে। এখান থেকে আল্ট্রাসনোগ্রাফি, এক্সরে, রেডিও থেরাপিসহ প্যাথলজিক্যাল নানা বিষয়ে ডিপ্লোমা করার সুযোগ থাকবে। তিনি আরো জানান, বিশেষ করে শিবচর ও এর আশপাশের তরুণ প্রজন্ম এ সব বিষয়ে ডিপ্লোমা করে সরকারি-বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে সহজেই চাকরি করতে পারবে। কর্মসংস্থানে বড় ভূমিকা রাখবে এই প্রতিষ্ঠানটি। জানতে চাইলে তিনি বলেন, ঠিক কতটি বিষয়ের উপর পাঠদান দেয়া হবে তা প্রতিষ্ঠানটি চালু না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না। তবে প্রথমে কমপক্ষে ৬টি বিষয় নিয়ে আইএইচটি এর কার্যক্রম শুরু হবে। খুব শিগগিরই এর নির্মাণ কাজ শুরু হবে এবং আশা করা যায় দ্রুততার সঙ্গে কাজ সম্পন্ন হবে।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply