Amar Praner Bangladesh

প্রশাসনের সামনে আব্দুল্লাহপুর-টঙ্গী প্রতিদিন ছিনতাইয়ের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে

 

প্রাণের বাংলাদেশ ডেস্কঃ

 

ছেলের বাড়ি বেড়াতে এসে ছিনতাই কারীর কবলে গার্মেন্টস কর্মী মর্জিনা বেগম। আব্দুল্লাহপুর স্থান হতে টঙ্গী বাজার পর্যন্ত কিশোর গ্যাং ছেলেমেয়ে সর্বত্রই ছিনতাইকারীর কবলে পথচারী-যাত্রীসহ সকলেই।

শুক্রবার দুপুর ১২টায় মাইক্রোতে করে গার্মেন্টস কর্মী মর্জিনা বেগম আব্দুল্লাহপুর টঙ্গী বাজার আসা পথে একদল মেয়ে ছিনতাইকারীর কবলে পড়ে এখন আহত শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি।

আব্দুল্লাহপুর-টঙ্গী বাজারের বাস স্টপে জ্যামের মধ্যে ঘটছে এরকম অহরহ নিত্য নৈমিত্তিক ঘটনা।

রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতিতে বাসে বা গাড়িতে উঠার সময় অনেকেই বৃদ্ধ বয়সে একা পেয়ে, যেভাবেই হোক ছিনিয়ে নিচ্ছে ছিনতাইকারীরা জনগণের জানমাল ও সম্পদ।

প্রতিদিনই একের পর এক ছিনতাইকারীর কবলে জীবন গেছে বেশ কয়েকজন পথচারীসহ গাড়ির ড্রাইভারদের।

দিনের-পর-দিন সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে এইসব ছিনতাইকারীদের ছুরিকাঘাতের মত মর্মান্তিক দুর্ঘটনা।

এ সকল পথ শিশুদের দ্বারা ছিনতাইকারীর কবল থেকে দেশ ও জনগণের মঙ্গলার্থে মানুষের জীবন রক্ষার্থে প্রশাসনকে এগিয়ে আসার জন্য দৃষ্টি আকর্ষণ।