আল-আমিন হোসাইন, পিরোজপুর প্রতিনিধিঃ
বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম এমপি প্রথম ৩০ টাকা টোল দিয়ে গাড়ি নিয়ে পার হলেন। সোমবার (০৫ সেপ্টেম্বর) রাত ১২টা ০১ মিনিটে সিডান কার নিয়ে তিনি সেতু পার হন। এর আগে রোববার বেলা ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর উদ্বোধন ঘোষণা করেন।
মানুষের হেঁটে চলার জন্য সেতু উন্মুক্ত করে দেওয়া হয়। পরে সোমবার রাত ১২টা এক মিনিটে প্রাণিসম্পদ মন্ত্রী, পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, দপ্তর প্রধান ও সাধারণ জনগণের প্রায় ৩ শতাধিক মোটরসাইকেলের একটি বহর পার হয়। রাতে সেতুতে আসা এইচ এম শিবলী রহমান শুভ নামে একজন বলেন, খুবই আনন্দ লাগছে। কারণ আমরা সেতু উদ্বোধনের প্রথম দিন পার হতে পারছি। সেভেন স্টার বাসের চালক মো. তারেক বলেন, নতুন সেতু পার হতে অনেক ভালো লাগছে। ফেরির ভোগান্তি শেষ হলো। এখন সময় বাঁচবে আবার টাকাও বাঁচবে।
সবকিছু মিলে আমরা অনেক খুশি। প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শ. ম. রেজাউল করিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে উদ্বোধনের পরই মানুষের হেঁটে চলাচলের জন্য সেতুটি উন্মুক্ত করে দেওয়া হয়েছিল। পরে রাত ১২টা ০১ মিনিটে টোল দেওয়ার মাধ্যমে সেতু যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। আমাদের সঙ্গে থাকা সব গাড়ির টোল পরিশোধ করেছি। কারণ আমাদের মনে রাখতে হবে, উন্নয়কে ধরে রাখতে গেলে সরকারকে টোল ও কর প্রদান করতে হবে। তাহলে আমরা ভবিষ্যতে এ ধরনের আরও উন্নয়ন পাবো। এটি পিরোজপুরবাসীর জন্য অন্যতম একটি আনন্দঘন দিন।
উল্লেখ্য রোববার (০৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply