এনামুল হাসান, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি ঃ আনন্দ উল্লাস আর প্রাণের উচ্ছ্বাসে কাটলো কালীগঞ্জ রিপোর্টার্র্স ইউনিটির বার্ষিক বনভোজন। এক কথায় সাংবাদিকদের পারিবারিক মিলনমেলা। রোববার উপজেলার নাগরী ইউনিয়নের নগরভেলার সরকার তোয়াব রিসোর্টে আনন্দঘন পরিবেশ বিরাজ করে সাংবাদিক ও তাদের সহধর্মিণী এবং সন্তানদের পদচারণে।
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন ধরনের খেলাধুলা আর সাংস্কৃতিক পরিবেশনে মুখরিত ছিল রিসোর্ট প্রাঙ্গন। সাংবাদিক ও তাদের পরিবারের আনন্দ উৎসবে শরিক হতে রিসোর্টে যান কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মু. মুশফিকুর রহমান, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল গণি ভূইয়া, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলম চাঁদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল ও মো. মুজিবুর রহমান, জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান ফারুক মাষ্টার,কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. কামরুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক কাজী হারুন-অর-রশিদ টিপু প্রমুখ। বার্ষিক বনভোজনে শ্রেষ্ঠ সংগঠক হিসেবে কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. ইব্রাহীম খন্দকার ও শ্রেষ্ঠ সংবাদ লেখক হিসেবে দৈনিক সমকাল পত্রিকার সাংবাদিক আহাম্মদ আলীকে পুরস্কৃত করা হয়। বিকেলে বাঙ্গাল ব্যান্ডের পরিচালনায় বিটিভির বাউল শিল্পী মো. আরমান হোসেন, ক্ষুদে শিল্পী জেসি, বিশেষ শিল্পী ঋতু, আপন কুমার সঙ্গীত পরিবেশন করেন।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply