Amar Praner Bangladesh

প্রেম প্রত্যাখ্যান করায় যুবলীগ নেতাদ্বয়ের দ্বারা শিক্ষানবিশ আইনজীবী নির্যাতনের শিকার

 

 

টঙ্গী প্রতিনিধিঃ

 

গাজীপুর-টঙ্গীতে প্রেম প্রত্যাখ্যান করায় যুবলীগ নেতা ফয়সাল ও নুর মোহাম্মদ শামীমের বিরুদ্ধে এক শিক্ষানবিশ নারী আইনজীবী নির্যাতনের অভিযোগ উঠেছে।

রবিবার ১৪ আগস্ট শিক্ষানবিশ আইনজীবী জাকিয়া আলিফ স্বর্ণাকে কলেজ গেট এলাকা থেকে কৌশলে গাড়িতে করে তুলে নিয়ে বনমালা রোড এলাকায় শারীরিক নির্যাতন করা হয়।

এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষানবিশ আইনজীবী জাকিয়া আরিফ স্বর্ণা জানান, যুবলীগ নেতা ফয়সালের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক ছিল এক পর্যায়ে আমি জানতে পারি তিনি বিবাহিত এবং তার সাথে আমি আমার সম্পর্ক ছিন্ন করে ফেলি, এতে ক্ষিপ্ত হয়ে সে যুবলীগ নেতা নুর মোহাম্মদ শামীম সহ কলেজ গেট এলাকা থেকে আমাকে সুকৌশলে গাড়িতে করে তুলে নিয়ে যায় এবং বনমালা এলাকায় এনে তারা আমার ওপর পাশবিক নির্যাতন চালায় এক পর্যায়ে ধীরাশ্রম এলাকায় আমি পানি খেতে চাইলে তারা গাড়ি থামিয়ে পানি আনতে যায় তখন আমি গাড়ি থেকে নেমে চিৎকার করি, আমার ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে তারা দুইজন আমাকে ফেলে পালিয়ে যায়।

পরে স্থানীয়দের সহযোগিতায় আমার বাবা এসে আমাকে শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা সেবা দেন।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ওসি জানান লিখিত অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।