মেহেদি হাসান নয়ন, বাগেরহাট :
বাগেরহাটের ফকিরহাট শিশু ক্লিনিক অনভিজ্ঞদের দিয়ে চলছে শিশু চিকিৎসা সেবা। উপজেলা সংলগ্ন #ডাঃ #শিহান #মাহমুদের পরিচালনাধীন এই শিশু ক্লিনিকটিতে প্রতিনিয়ত শিশু চিকিৎসা চলছে না শিশু বিশেষজ্ঞ দ্বারা। চিকিৎসা সেবা নিশ্চিতে রোস্টার ভিত্তিক দুজন নার্স নিয়োগ থাকলে মঙ্গলবার(১৭জানুয়ারি)সকাল সাড়ে ৯ টার দিকে অত্র হাসপাতালে সরেজমিনে গিয়ে দেখা যায় নার্স শুন্য হয়ে আছে, প্রায় দেড় ঘন্টা পর নার্সকে হাসপাতালে প্রবেশ করতে দেখা যায়। নাম প্রকাশে অনিচ্ছুক চিকিৎসা নিতে আসা একাধীক শিশুর পরিবারের অভিযোগ করেছে হাসপাতালের পরিচ্ছন্নতা নিয়ে। অস্বাস্থ্যকর পরিবেশের মাঝে নিতে হচ্ছে শিশুর চিকিৎসা।
তাছাড়াও তার দুর্ব্যবহার নিয়ে একাধিক রোগীর স্বজনদের অভিযোগ করেছে। অভিযোগের ভিত্তিতে হাসপাতালের ওয়ার্ডের ওয়ালে দেখা যায় ময়লা আবর্জনার ছাপ। এদিকে দীর্ঘ সময় হাসপাতালে না থাকা নার্স হাসপাতালে প্রবেশের সময় শিশু নিয়ে নিজের ডিউটি করতে দেখা গিয়েছে। শিশু নিয়ে ডিউটির ব্যাপারে প্রশ্ন করা হলে নার্স বিষয়টি এড়িয়ে যান।
এভাবে অনভিজ্ঞদের দিয়ে চিকিৎসা সেব করলে একদিকে যেমন শিশুদের জীবনের ঝুঁকি বেড়ে যাবে অন্যদিকে সঠিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হবে এলাকাবাসী। তাই অতি দ্রুত কর্তৃপক্ষ বিষয়টি নজরে এনে এই হাসপাতালের অসাধু পরিচালকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন এমনটাই প্রত্যাশা সকলের।
Leave a Reply