কামাল উদ্দীন চৌধুরী :
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার খিরামে ঈদের দিন ইউপি সদস্য ও আ’লীগ নেতা জব্বার হত্যাকান্ডের এজাহারভূক্ত আসামী ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন সৌরভকে গ্রেফতার করেছে থানা পুলিশ।বর্তমানে গ্রেপ্তার আতংকে পুরুষশুন্য হয়ে পড়েছে পুরো এলাকা।
আজ ২৬ মে সকালে অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) আব্দুল্লাহ-আল-মাসুমের নেতৃত্বে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ বাবুল আকতার, সেকেন্ড অফিসার এস আই রিদুয়ানুল হক,এস আই সঞ্জয় কুমার,এস আই আরিফুল আলম অপু, হাটহাজারী থানার এসআই মুকিব ও সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
একসময়ের অশান্ত ও সন্ত্রাসের জনপদ বলে খ্যাত ফটিকছড়ির খিরামে গতকাল ঈদের দিন সকালে ইউপি সদস্য জব্বারকে গুলি করে হত্যা করে প্রতিপক্ষের সশস্ত্র সন্ত্রাসীরা।মূলত আ’লীগের দু’গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই ঘটে এই হত্যাকান্ড।দীর্ঘদিন ধরেই এ এলাকায় বর্তমান চেয়ারম্যান সৌরভ ও শহিদের মধ্যে দ্বন্ধ চলে আসছে।প্রতিপক্ষের উপর হামলা-মামলা,খুন এসবে অতীষ্ট সাধারণ মানুষ।
বর্তমানে এ ঘটনায় গ্রেফতার আতঙ্কে পূরুষশূন্য হয়ে পড়েছে খিরাম ইউনিয়ন।গুটি কয়েক সন্ত্রাসী-অপরাধীর অপকর্মের দায় কেন এলাকাবাসী নেবে? অভিমত এলাকাবাসীর।
যেসব সন্ত্রাসীরা অপকর্মে জড়িত তাদের এবং তাদের ইন্ধনদাতা-মদদদাতা গড়ফাদারদেরও গ্রেফতারের দাবী জানান এলাকাবাসী
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply