ফটিকছড়ি প্রতিনিধি :
ফটিকছড়ির নানুপুরে স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে মারামারির ঘটনায় গুরুতর আহত মোঃ মনছুর (১৭) নামে আরেক কিশোরের আজ সোমবার (১১ মে) রাত সাড়ে ৩টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।সে ধর্মপুর ইউনিয়নের আলিমুদ্দিন সারাং বাড়ীর মোঃ দেলা মিয়ার পুত্র।
জানা যায়,গত ১লা মে (শুক্রবার) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নানুপুরে ফেসবুকে স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে দু’কিশোর গ্যাং-এর মধ্যে সৃষ্ট বিরোধের জেরে
মারামারির ঘটনা ঘটে।এতে ছুরিকাঘাতে নুরুল হক সাইমন (১৭) সিফাত (১৬) ও মনছুর (১৭) নামে তিন কিশোর আহত হয়। ঘটনার পর চমেক হাসপাতালে নেয়ার পথেই সাইমনের মৃত্যু হয়।
এ ঘটনায় ছুরিকাঘাতকারী মাহফুজ রানা (১৭) নামে এক কিশোর গ্যকোং লিডারকে ঘটনাস্থল থেকে ধরে পুলিশে তুলে দেয় স্থানীয় জনতা।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply