কামাল উদ্দীন চৌধুরী, ফটিকছড়ি:
প্রধানমন্ত্রীর ঘোষিত কওমি মাদ্রাসার জন্য অনুদানের অংশের বরাদ্দকৃত অর্থ ফটিকছড়ির ২৭ টি মাদ্রাসার মধ্যে প্রদান করা হয়েছে।
আজ বিকেলে উপজেলা চেয়ারম্যান এইচ এম আবু তৈয়ব স্ব -স্ব মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে আনুপাতিক হারে বরাদ্দকৃত অর্থের চেক প্রদান করেন।
উপজেলা পরিষদের হলরুমে এই অনুদান প্রদান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সায়েদুল আরেফিন,মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা ও দায়িত্বরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এর মধ্যে দক্ষিণ ফটিকছড়ির আল জামিয়াতুল ইসলামিয়া আজাদী বাজার ২০ হাজার টাকা,ধর্মপুর এমদাদুল উলুম মাদ্রাসা ২০ হাজার টাকা, ধর্মপুর আছমা বিনতে আবু বকর মহিলা মাদ্রাসা ২০ হাজার টাকা,কাঞ্চননগর খাদেমুল ইসলাম মাদ্রাসা ২০ হাজার টাকা,সুয়াবিল চুরখাঁহাট মাদ্রাসা ২০ হাজার টাকা, সুয়াবিল নোয়াপাড়া দারুন্নাজাত মাদ্রাসা ২০ হাজার টাকা, সুয়াবিল জমিরিয়া হুসাইনিয়া তাবলিগুল উলুম নুরানী মাদ্রাসা ২০ হাজার টাকা,শাহনগর মদিনাতুল উলুম মাদ্রাসা ১৫ হাজার টাকা, শাহনগর তাজবিদুল উলুম মাদ্রাসা ১০ হাজার টাকা, লেলাং মোহাম্মদীয়া ইসলামিয়া মাদ্রাসা ১০ হাজার টাকা, শাহনগর দারুল উলুম মাদ্রাসা ২০ হাজার টাকা,পূর্ব ভূজপুর তালুকদার পাড়া উম্মুল কোরা মাদ্রাসা ২০ হাজার টাকা, ভূজপুর আমতলী রহমানিয়া মাদ্রাসা ১৫ হাজার টাকা,পূর্ব ভূজপুর শরীয়তুল উলুম মাদ্রাসা ২০ হাজার টাকা, ভূজপুর রঙ্গিপাড়া উম্মুল কোরা মাদ্রাসা ২০ হাজার টাকা,পূর্ব কৈয়া আল হিকমা ইসলামিয়া মাদ্রাসা ১০ হাজার টাকা, ইদিলপুর তাজবিদুল কোরআন মাদ্রাসা ১৫ হাজার টাকা, আজিমপুর কাজী বাড়ী মাদ্রাসা ১০ হাজার টাকা,পশ্চিম ভূজপুর ইসলামিয়া বাজার মাদ্রাসা ১৫ হাজার টাকা, পশ্চিম ভূজপুর আল মা’হাদুল ইসলাম বালক-বালিকা মাদ্রাসা ১৫ হাজার টাকা,পশ্চিম কৈয়া আশরাফুল উলুম মাদ্রাসা ১০ হাজার টাকা,ভূজপুর কৈয়া সোলতানিয়া মাদ্রাসা ১০ হাজার টাকা,ধুরুং হেদায়েতুল ইসলাম মাদ্রাসা ১৫ হাজার টাকা,ফটিকছড়ি তালিমুদ্দীন মাদ্রাসা ২০ হাজার টাকা, ইমামনগর সারকাজুদ্দাওয়া মাদ্রাসা ২০ হাজার টাকা, দৌলতপুর দারুচ্ছালাম মাদ্রাসা ১৫ হাজার টাকা, নানুপুর জমিরিয়া ইন্টারন্যাশনাল মাদ্রাসা ২০ হাজার টাকা।
তবে অনুদান প্রদান অনুষ্ঠানে ফটিকছড়ির তিন বৃহৎ মাদ্রাসার কেউ উপস্থিত হননি। কওমি মাদ্রাসার স্বকীয়তা রক্ষা করতে তারা সরকার থেকে কোন অনুদান নেবেন না বলে আগেই ঘোষণা দিয়েছিলেন। অনুদান গ্রহণ না করা মাদ্রাসা গুলো হলো হেফাজত নেতা মহিব্বুল্লাহ বাবুনগরীর পরিচালিত বাবুনগর মাদ্রাসা, নাজিরহাট বড় মাদ্রাসা ও নানুপুর ওবায়দিয়া মাদ্রাসা।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply