Amar Praner Bangladesh

ফটিকছড়ি খিরাম রোডে চাঁদের গাড়ি-সিএনজি সংঘর্ষে  ১জন নিহত

এইচ.এম.সাইফুদ্দীন, ফটিকছড়ি  প্রতিনিধি:

ফটিকছড়ি খিরাম রোডে  চাঁদের গাড়ীর সাথে সিএনজির মুখোমুখী সংঘর্ষে ঘটনাস্থলে ১জন নিহত হয়েছে।

নিহত ব্যক্তি সাইদুল হক (৫৫) নোয়াখালী কবিরহাট থানার ইন্দ্রপুর গ্রামের মৃত রহমত উল্লাহ পুত্র। পেশায় তিনি একজন বাবুর্চী।

৬ নভেম্বর বুধবার সকাল ১১টায় খিরাম রোডের প্রেমপুর লম্বাটিলা বাগানের ভিতরে এই দূর্ঘটনা ঘটে।

ফটিকছড়ি থানা উপ-পরিদর্শক রিদুওয়ান জানান, নিহত ব্যক্তি বিয়ে বাড়িতে বাবুর্চীর কাজ করে। নানুপুর সৈয়দবাড়ি থেকে খিরাম একটি বিয়ে বাড়িতে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। জীপের চালক ও হেলপার পালিয়ে গেছে।