নিজস্ব সংবাদদাতা :
ফতুল্লার কুতুবপুর পাগলা নাক বাড়ি হক মিয়ার বাড়িতে পালক পিতা লম্পট রমজানের কর্তৃক ১৪ বছরের কন্যাকে ভয় দেখিয়ে দীর্ঘদিন যাবৎ ধর্ষন করে। এ ঘটনায় পাগলা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে ধর্ষনে শিকার কন্যার আপন মা সোনিয়া (৩৬) বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে।গত ৩ মে বিকেলে পুলিশ লম্পট পিতা নেশাখোর রমজানকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোর্পদ করেছে।
এলাকা ও অভিযোগ সূত্রে জানা যায়, ফতুল্লার কুতুবপুর ইউনিয়ন পাগলা নাক কাটা বাড়ি এলাকায় হক মিয়ার বাড়িতে ভাড়া থাকে সোনিয়া । সে শরীয়তপুর জেলা ও সদর থানাধীন আজিরালা গ্রামের মৃত আলাউদ্দিন মুন্সীর মেয়ে। গত ১১ বছর আগে তার ১ম স্বামীর সাথে বনিবোনা না হওয়ায় তাকে তালক প্রদান করে। তাদের আগের ঘরের একটি মেয়ে আছে। এরপর গত ১০ বছর পূর্বে সোনিয়া ভালবাসার সম্পর্ক করে পাগলা নাককাটাবাড়ি এলাকার মৃত দুলাল মিয়ার ছেলে রমজান (৪০) কে বিবাহ করে। বিয়ের থেকেই আগের ঘরের কন্যা সন্তান নিয়ে তার সাথে সংসার করে আসছে। এই সংসারেও এক ছেলে এক মেয়ে জন্ম নেয়। আগের ঘরের ১ম স্বামীর মেয়ে বড় হতে থাকে। বর্তমানে আগের ঘরের মেয়ে সাথীর (ছদ্মনাম) বয়স ১৪ বছর। দীর্ঘ দিন এই রমজানকেই বাবা বলে ডাকে। সোনিয়ার সাথে রমজানের সাথে বনিবোনা না হলে গত ১ বছর আগে রমজান কে কাজী অফিসের মাধ্যমে তালাক প্রদান করে ।
গত আট মাস পূর্বে সোনিয়া জীবিকা নির্বাহ‘র জন্য কাজে ভারত যায়। এসময় আগের ঘরের মেয়ে সাথী (ছদ্মনাম) সহ রমজানের ঘরের দুই সন্তান রেখে চলে যায়। রমজান বাবার আদরে রাখে। কিন্তু গত ২০ দিন পূর্বে সোনিয়া বাংলাদেরেশ আসে তিনি অসুস্থ্য থাকায় ছেরে মেয়ে দেখতে যায়নি। গত ১ মে সোনিয়া তার ছেলে মেয়ে দেখতে গেলে তখন আগের ঘরের মেয়ে সাথী (ছদ্ম নাম) বলে তার পালক বাবা রমজান প্রতিনিয়ত রাতে তাকে ধর্ষন করে আসছে। এমনকি গত ২৮ মার্চ আনুমানিক রাত একটায় লম্পট রমজান মেয়েটির ইচ্ছার বিরুদ্ধে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেছে। এই ঘটনায় ফতুল্লা মডেল থানায় সোনিয়া রমজানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছে।
এব্যাপারে ফতুল্লা মডেল থানা অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেনের সাথে জানতে চাইলে তিনি বলেন মামলা রুজু হয়েছে আসামী রমজান কে গ্রেপ্তার করে বিজ্ঞ আদলাতে প্রেরন করা হয়েছে।
এ ব্যপারে এলাকাবাসী জানায়, রমজান নেশাখোর তার কোন চরিত্র নাই। তবে আমরা যা শুনেছি এই লম্পটের ফাঁসি হোক। রমজান কে কিছু পাতি নেতারা সেল্টার দেয় বলেও জানায় সচেতন মহল।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply