এস এম ওভী:
মঙ্গলবার (১৯ মে) দুপুর সাড়ে ১২টার দিকে জেলার বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের রাজাপুর গ্রামে নিজের বাড়িতে তার মৃত্যু হয়। মৃত্যু কালে ওই ব্যক্তির বয়স হয়েছিল ৮০ বছর। তিনি একজন মুক্তিযোদ্ধা।
জানা গেছে, সম্প্রতি তারা স্বামী-স্ত্রী অন্যান্য শারীরিক সমস্যা নিয়ে চিকিৎসকের সঙ্গে পরমর্শের জন্য ঢাকার কচুক্ষেত ছেলের বাসায় গিয়েছিলেন। ঢাকা থেকে আসার পর গত ১৫ মে ফরিদপুরে করোনা শনাক্তকরণ ল্যাবে পরীক্ষার পর তার শরীরে করোনা পজিটিভ পাওয়া যায়। তার স্ত্রীর (৭০) শরীরেও করোনা শনাক্ত হয়েছে। করোনা শনাক্ত হওয়ার পর তারা নিজ বাড়িতে থেকেই চিকিৎসা সেবা নিচ্ছিলেন।
বোয়ালমারীর চতুল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শরীফ মো. সেলিমুজ্জামান বলেন, করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ওই বৃদ্ধের লাশ বিকেলে তার বাড়ির পাশে একটি বাগানে স্বাস্থ্যবিধি মেনে দাফন করা হবে।
ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বলেন, করোনায় মারা যাওয়া বৃদ্ধ মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
ফরিদপুরে এখন পর্যন্ত ৬১ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে বোয়ালমারীতে ২১ জন, নগরকান্দায় ১৩ জন, ফরিদপুর সদরে ১০ জন, সদরপুর ও আলফাডাঙ্গায় ৪ জন করে, চরভদ্রাসন ও ভাঙ্গায় ৩ জন করে, মধুখালীতে ২ এবং সালথায় ১ জন রয়েছেন। তবে মোট আক্রান্ত ৬১ জনের মধ্যে এই পর্যন্ত ১২ জন সুস্থ হয়েছেন বলে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply