ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের সদরপুর উপজেলায় পদ্মা নদীতে নৌকাডুবিতে পাঁচজন কৃষি শ্রমিক নিখোঁজ হয়েছেন।
শুক্রবার সকালে সদরপুরের শয়তানখালী ঘাট থেকে চর নাসিরপুর দিয়ারার চরের ক্ষেতে বাদাম তুলতে যাওয়ার সময় এ নৌকাডুবির ঘটনা ঘটে।
নিখোঁজ শ্রমিকরা হলেন, সদরপুরের শহীদ মিয়া (১৬), রুবেল হোসেন (২৭) এবং চুয়াডাঙ্গা জেলার মো. শাহাবুল (৩৫), শিলন মিয়া (৩৮), আব্দুর রাজ্জাক (৪০)।
ঘটনার পরপরই ছুটে যান নির্বাহী কর্মকর্তা পূরবী গোলদারসহ সংশ্লিষ্টরা।
সদরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা পূরবী গোলদার জানান, সকালে উপজেলার নওয়াব মোল্লার ঘাট থেকে চরনাছিরপুর ইউনিয়নের বাদাম তুলতে যান পাঁচ শ্রমিক। এ সময় হঠাৎ প্রচণ্ড বাতাসে ছোট ইঞ্জিনচালিত নৌকাটি নদীতে ডুবে যায়।
তিনি বলেন, এ সময় নৌকার চালক সাঁতার কেটে নদীর পাড়ে আসতে পারলেও অন্যরা আসতে পারেনি।
তিনি আরো জানান, এ ঘটনার পর থেকেই স্পীডবোট নিয়ে নিখোঁজ শ্রমিকদের সন্ধান করা হচ্ছে। একই সঙ্গে করা দমকল বাহিনীর ডুবুরি দলকে তলব করা হয়েছে।
এ ব্যাপারে সদরপুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ লুৎফর রহমান জানান, একটি ছোট্র টলারে চরের বাদাম তুলতে যাবার পথে নদীতে নৌকাটি ডুবে যায়। নদী সাতরে ২১ জন পারে উঠে আসতে পারলেও ৫জন শ্রমিক নদীতে তলীয়ে যায় । এঘটনার পরে ফায়ার সার্ভিস ও স্থানীয় এলাকবাসীদের নিয়ে উদ্ধার তৎপরতা চালালেও ৫ জনকে পাওয়া যাচ্ছে না। এখন মানিকগঞ্জ থেকে তিন জনের একটি ডুবরি দল এসে উদ্ধার কার্যক্রমে অংশ নেবে।
এদিকে ট্রলার ডুবিতে নিখোঁজের স্বজনদের আহাজারীতে নদী তীরের আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply