এস.এম অভি, ফরিদপুর থেকেঃ
প্রায় দুই সপ্তাহ প্রাণঘাতী করোনার সাথে যুদ্ধ করে অবশেষে রোববার (৩১ মে) ভোরে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন একাত্তরের বীর সেনানী ফরিদপুর সদর উপজেলা ডেপুটি কমান্ডার কমলেশ চক্রবর্তী ভানু (৭০)। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
দেশের জন্য লড়াই করা এই মুক্তিযোদ্ধার মরদেহ সৎকারের জন্য দুপুরের দিকে স্থানীয় অম্বিকাপুর শশ্মানে নেয়া হলে সেখানে স্থানীয় কিছু লোক সৎকার কাজে বাঁধা দেয়। পরে সেখানে আরও পুলিশ মোতায়েন করা হয়।
দেশের একজন গুরুত্বপুর্ণ ব্যক্তির শেষ বিদায়ে উপস্থিত ছিলেন না শশ্মান কমিটি বা হিন্দু সমাজের কোনো বিশেষ ব্যাক্তিও। রাষ্ট্রীয় সন্মান জানানোর পর পুলিশ পাহাড়ায় মৃতের পুত্রের মাধ্যমে হিন্দু ধর্ম অনুযায়ী করা হয় মুখাগ্নি।
এসময় সেখানে উপস্থিত ছিলেন সদর সার্কেল পুলিশ সুপার, ইউএনও সদর, কোতোয়ালী থানার ওসিসহ প্রশাসনের বিভিন্ন ব্যক্তিবর্গ।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোর্শেদ আলম বলেন, আমাদের পুলিশ সুপার আলীমুজ্জামান বিপিএম-এর নির্দেশে এই বীর মুক্তিযোদ্ধার লাশ যথাযথ সম্মান জানিয়ে শেষকৃত্য সম্পন্ন করেছে পুলিশ।
এ বিষয়ে অম্বিকাপুর শশ্মান কমিটির সভাপতি লক্ষ্মণ দত্ত বলেন, আমি বিষয়টি শুনেছি। করোনা ছড়িয়ে পড়ার ভয়ে এলাকার স্থানীয়রা লাশটি দাহ করতে বাঁধা দিয়েছিল।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply