বুধবার, ০৭ জুন ২০২৩, ১১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

ফিরে যেতে চায় রোহিঙ্গারা, তবে নাগরিকত্ব নিশ্চিত করলে

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ নভেম্বর, ২০১৭
  • ৪৬ Time View

মিয়ানমারের রাখাইন থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গারা নিজ দেশে ফিরে যেতে চায়।

তারা বলছে, তাদের ফিরিয়ে নেওয়ার কথা বলা হলেও রাখাইনে মিয়ানমারের সেনাবাহিনী এখনও অভিযানের নামে তাণ্ডব অব্যাহত রেখেছে। এই অবস্থায় সেখানে এখনও ফিরে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়নি।

ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার পাশাপাশি গুলি করে হত্যা, নারীদের ধর্ষণসহ ভয়াবহ নির্যাতন চালাচ্ছে।

এরপরও বাংলাদেশ সরকার আন্তর্জাতিক মহলের সহযোগিতায় রাখাইনে নিরাপত্তা ও নাগরিকত্ব নিশ্চিত করলেই মিয়ানমারে ফিরে যাবে।

কক্সবাজারের উখিয়ায় ক্যাম্পে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সঙ্গে কথা বলে তাদের এমন মনোভাব জানা গেছে।

নিজ দেশে ফিরে যেতে চান রাখাইনের বুচিদং এলাকা থেকে আসা আছিয়া খাতুন।

তিনি বলেন, ‘আমরা জেনেছি, বাংলাদেশ সরকারের সঙ্গে মিয়ানমারের একটি সমঝোতা সই হয়েছে। আমাদের যদি মিয়ানমারে ফেরত যেতে হয়, তাহলে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নিশ্চিত করতে হবে আমরা মিয়ানমারের নাগরিক।

তাহলেই আমরা ফিরে যাবো। না হলে নয়। আর নিশ্চিত করতে না পারলে আমরা বাংলাদেশেই মরবো জানান আছিয়া ।’

আবুল কালামনাগরিকত্ব ও নিরাপত্তা না পেলে নিজ দেশে ফিরে যাবেন না বলে জানালেন উখিয়ার বালুখালী ২নং রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নেওয়া বৃদ্ধ আবুল কালাম।

তিনি বলেন, ‘আমাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। কেড়ে নেওয়া হয়েছে সম্পদ। সম্প্রতি মাঠের পাকা ধানও কেটে নিয়ে গেছে সেনাবাহিনী। এই পরিস্থিতিতে আমরা কী করে মিয়ানমারে ফিরবো? সেখানে গিয়ে আমরা কী খাবো? রাখাইনে আগুনের মধ্যে আমাদের ঠেলে দিলে নিশ্চিত মরে যাবো।’

প্রসঙ্গত, রোহিঙ্গাদের তাদের দেশে ফিরিয়ে নিতে বাংলাদেশ-মিয়ানমারের মধ্যে গত বৃহস্পতিবার (২৩ নভেম্বর) একটি সমঝোতা স্মারক সই হয়েছে। বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী এবং মিয়ানমারের ইউনিয়ন মিনিস্টার উ চ টিন্ট সোয়ে এতে স্বাক্ষর করেন।

তিন সপ্তাহের মধ্যে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করে দুই মাসের মধ্যে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। প্রত্যাবর্তনের প্রক্রিয়াটি সম্পন্ন করতে দ্বিপক্ষীয় ‘ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্ট’ দ্রুত শেষ করার কথা রয়েছে।

উল্লেখ্য, গত ২৪ আগস্ট রাতে মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংস ঘটনায় সীমান্ত পেরিয়ে প্রাণ ভয়ে বাংলাদেশে পালিয়ে আসে ৬ লাখ ২১ হাজার ৬৬ জন রোহিঙ্গা। এর আগে ২ লাখ ১২ হাজার ৫১৮ জন রোহিঙ্গা উখিয়া ও টেকনাফে আশ্রয় নিয়েছে। অর্থাৎ নতুন-পুরনো মিলিয়ে ৮ লাখ ৩৩ হাজার ৫৮৪ জন রোহিঙ্গা অবস্থান করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়