Amar Praner Bangladesh

ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে পেপার বিক্রেতাদের মাঝে খাদ্য বিতরণ

 

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ও দিনাজপুর জেলা সেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদকের সহযোগীতায় উপজেলার ২০জন পেপার (খবরের কাগজ) বিক্রেতাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০ টায় স্থানীয় টিটির মোড় নামক স্থানে উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এই খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
পেপার বিক্রেতাদের মাঝে খাদ্য সামগ্রী তুলেদেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক আবু শহীদ,দিনাজপুর জেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া জাকির।
এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক মেহেদী হাছান উজ্জল,কার্য্যকরি সদস্য সিনিয়র সাংবাদিক রজব আলী ও ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সভাপতি আফজাল হোসেনসহ উপজেলা প্রেসক্লাবের অন্যান্য সদস্যগণ।
প্রেসক্লাবের সভাপতি প্রভাষক আবু শহীদ বলেন,করোনা ভাইরাসের কারনে অফিস আদালত-ব্যবস্যা প্রতিষ্ঠান বন্ধ থাকায় কমে গেছে পেপারের বিক্রি। এতে তাদের আয় একেবারে কমে যাওয়ায়, অনান্য শ্রমজিবী মানুষের ন্যায় তাদেরও সংসার অচল হয়ে পড়েছে। একারনে তাদের মাঝে এই খাদ্য সামুগ্রী বিতরন করা হয়েছে।