বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে পরিদর্শনে যাওয়ার পথে তার গাড়িবহরে থাকা সাংবাদিকদের গাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। আজ বিকাল ৫টায় ফেনীর ফতেহপুর এলাকায় এ ঘটনা ঘটে।
এদিকে ৫টার দিকে ফেনীতে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এখন তিনি সার্কিট হাউজে অবস্থান করছেন।
হামলায় চ্যানেল আই, ডিবিসি, বৈশাখী টিভি, জিটিভি ও একাত্তর টিভির সাংবাদিকের গাড়িসহ অন্তত ১০টি গাড়িতে ভাঙচুর করা হয়। এ ঘটনায় একাত্তর টিভির সাংবাদিক শফিক আহমেদ, ছাত্রদলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট মামুনুর রশিদ মামুনসহ আরো বেশ কয়েকজন আহত হয়েছেন।
এ বিষয়ে ঘটনাস্থল থেকে চ্যানেল আইয়ের সিনিয়র ক্যামেরাম্যান মোহাম্মদ মনির হোসেন, বলেন, আমরা ঢাকা থেকে ফেনী শহরের দিকে প্রবেশ করছিলাম। ঠিক এ মুহূর্তে ফতেহপুর এলাকায় বেশকিছু লোক ইট পাটকেল ও কাঠের টুকরো আমাদের গাড়িগুলোতে ছুঁড়তে থাকে।
এতে গাড়ির কাঁচ ভেঙে আমার হাতে ঢুকলে আমি মারাত্মকভাবে আহত হই।
অন্যদিকে লালপুর এলাকায় সেভেন হিল হেটেলে খেতে গেলে সাংবাদিকদের সেখানে প্রবেশ করতে দেননি স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগের নেতাকর্মীরা।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply