Amar Praner Bangladesh

বকেয়া বেতন ও শ্রমিক ছাটাই ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

 

 

সামছুদ্দিন জুয়েল গাজীপুর সদর প্রতিনিধি :

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ৩টি স্পটে আভা গ্রুপ, বেন্ডো গার্মেন্টস ও গ্রিন সুয়েটার লিঃ এর শ্রমিকরা বকেয়া বেতন শ্রমিক ছাটাই দাবীতে সড়ক অবরোধ করে। এসময় মহাসড়কে যানবাহন চলাচল স্থবির হয়ে পড়ে।

জেলা প্রশাসন, গাজীপুর এর পক্ষে ওয়াসিউজ্জামান চৌধুরী, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ৩টি স্পটে সৃষ্ট সংকট নিরসনে পদক্ষেপ গ্রহণ করেন। এসময় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিঃ এসপি জনাব সুশান্ত নিজ বাহিনীর সদস্যসহ উপস্থিত ছিলেন।

আভা গ্রুপের শ্রমিকদের সাথে আলোচনাকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ-এর এডিসিপি জনাব শাহজাদ ও এসিপি, টংগী জনাব থোয়াই তাদের ফোর্সসহ উপস্থিত ছিলেন।

আভা গ্রুপের শ্রমিকদের মাঝ থেকে ২০ জন প্রতিনিধি নির্ধারণ করে আগামীকাল সকালে ঢাকাস্থ বিজিএমইএ ভবনে কারখানার মালিক ও বিজিএমইএ এর প্রতিনিধিদের সাথে শ্রমিকদের বৈঠকের ব্যবস্থা করা হলে তারা অবরোধ প্রত্যাহার করে।

বেন্ডো গার্মেন্টস এর শ্রমিক ও মালিকের মাঝে সমঝোতা সাপেক্ষে সড়ক অবরোধ প্রত্যাহারের ব্যবস্থা করা হয়।

গ্রিন সুয়েটার লিঃ এর মালিক পক্ষকে লিখিতভাবে ১১/০৫/২০২০ তারিখের মাঝে শ্রমিকদের বিগত মাসের বকেয়া বেতন পরিশোধের প্রতিশ্রুতি দানে বাধ্য করে শ্রমিকদের সড়ক অবরোধ নিরসন করা হয়।

পরবর্তীতে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।