মো: রাজন ইসলাম রাজু :
র্যাব-১২, বগুড়া ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, বগুড়া জেলার সদর থানাধীন রাজশাহী হইতে রংপুর গামী সঞ্চিতা পরিবহন বাস (যাহার রেজি নং- ঢাকা মেট্রো-ব, ১৩-০৫৮৬), ০১ জন ব্যক্তি নেশাজাতীয় মাদকদ্রব্য হেরোইন নিজ হেফাজতে রেখে বহন করে আসছিল।
গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া র্যাব ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল বগুড়া জেলার সদর থানাধীন ০৮নং গোকুল ইউনিয়নের অর্ন্তগত গোকুল মধ্যপাড়া গ্রামস্থ বিসমিল্লাহ হোটেলের সামনে পাঁকা রাস্তার উপর (বগুড়া-রংপুর হাইওয়ে) চেকপোষ্ট স্থাপন করিয়া বর্নিত নাম ও নাম্বারের বাসটি আটক করে তল্লাশি করিয়া মাদক ব্যবসায়ী আসামী মোঃ রাসেল ইসলাম (২৫), পিতা- মোঃ মজিবুর রহমান, মাতা- মাজিয়া বেগম, সাং-ফাটাপাড়া, পোষ্টঃ মহিষালবাড়ী, থানাঃ গোদাগাড়ী, জেলাঃ রাজশাহী’কে মোট ১৯০ গ্রাম হেরোইন, ০১ মোবাইল, ০১ সীম এবং নগদ ৮০০/- টাকাসহ গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার সদর থানায় সোপর্দ করা হয়েছে।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply