শুক্রবার, ০২ জুন ২০২৩, ১০:৪১ পূর্বাহ্ন

বগুড়ার শেরপুরে পুষ্টি সপ্তাহ পালিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০১৯
  • ২৫ Time View

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: 

 

পুষ্টি বিষয়ে জনসচেতনতা সৃষ্টি ও পুষ্টি উন্নয়নের গতিকে ত্বরান্বিত করার মাধ্যমে অভীষ্ঠ অর্জনের লক্ষ্য নিয়ে বগুড়ার শেরপুরে পুষ্টি সপ্তাহ পালিত হয়েছে।

২৩ এপ্রিল মঙ্গলবার সকাল ১০টায় শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে কমপ্লেক্স চত্ত¡র থেকে র‌্যালিটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (চাঃ দাঃ) ডা: মোঃ আব্দুল কাদেরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আরাফাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম, মেডিকেল অফিসার ডাঃ মোছা. মাহামিম খাতুন, এছাড়াও উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত আরএমও ডাঃ মোকছেদা খাতুন, জরুরী বিভাগের ইনচার্জ গোলাম মোর্তজা, আফজাল হোসেন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, শিশুর জন্মের প্রথম এক ঘণ্টার মধ্যে মায়ের বুকের দুধ খাওয়ানোর হার ৮০%-এ উন্নীত করা, ৬ মাসের কম বয়সী শিশুদের শুধুমাত্র মায়ের বুকের দুধ খাওয়ানোর হার বাড়িয়ে ৭০%-এ উন্নীত করা, ২০ থেকে ২৩ মাস বয়সী শিশুদের বুকের দুধ খাওয়ানো অব্যাহত রাখার হার ৯৫% করা, ৬-২৩ মাস বয়সী শিশুদের ন্য‚নতম গ্রহণযোগ্য খাবার গ্রহণের হার বাড়িয়ে ৪০%-এর বেশি করা, কম জন্ম ওজনের হার কমিয়ে ১৬% করা, ৫ বছরের কম বয়সী শিশুদের খর্বাকৃতির হার কমিয়ে ২৫% করা, ৫ বছরের কম বয়সী শিশুদের মধ্যে কৃশকায়তার হার কমিয়ে ৮% করা, ৫ বছরের কম বয়সী শিশুদের মধ্যে কম ওজনের হার কমিয়ে ১৫% করা, ৫ বছরের কম বয়সী শিশুদের মধ্যে মারাত্মক তীব্র অপুষ্টির হার কমিয়ে ১%-এর নিচে আনা অন্যতম লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়