এ জেড হীরা: বগুড়ার শেরপুরের কয়েরখালি গ্রামে গত শনিবার রাতে সাপের কামড়ের রোগিকে চিকিৎসার নামে স্থানিয় ওঝাঁ বাবুল আকতারের অবহেলায় সাব্বির হোসেন(১৪) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
জানা যায়, উপজেলার খানপুর ইউনিয়নের কয়েরখালি গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে খানপুর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র সাব্বির হোসেন গত শনিবার রাত সাড়ে ৮ টার দিকে বন্ধুদের নিয়ে বাড়ির পাশে বৃস্টির পানিতে ভরে যাওয়া ধানের নিচু জমিতে আলো (স্থানিয় ভাষায়) দিয়ে মাছ ধরতে গেলে তার পায়ে সাপে কামড় দেয়। এতে সে অসুস্থ্য হয়ে পড়লে তার বন্ধুরা বাড়িতে নিয়ে যায়। এ সময় খবর পেয়ে ওই গ্রামের মৃত মজিবর হোসেনের ছেলে কথিত ওঝাঁ বাবুল আকতার দেবদূতের মতো এসে অসুস্থ্য সাব্বিরকে ঝাঁড় ফুক দিয়ে তার পায়ের বাধন খুলে দিলে তার অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাত ১১ টার দিকে মারা যায়। এ প্রসঙ্গে ওঝাঁ বাবুল আকতার বলেন-ধোরা সাপে কামড় দেওয়ার ফলে সে হার্ট এ্যাটাকে মারা গেছে।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply