Amar Praner Bangladesh

বগুড়ায় বিয়ের দাবীতে প্রেমিকের বাড়ীতে প্রেমিকার অনশন

 

(গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যার হুমকি)

 

 

এজেড হীরা, বগুড়া থেকে:

 

বগুড়ার শেরপুরের পারভবানীপুর গ্রামে বিয়ের দাবীতে গ্যাস ট্যাবলেট হাতে নিয়ে প্রেমিক শাকিল আহমেদের বাড়ীতে গত ৫দিন যাবৎ অনশন করছেন প্রেমিকা । প্রেমিক পলাতক থাকায় গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যার হুমকি দিয়েছে প্রেমিকা। এঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।জানা যায়, উপজেলার খামারকান্দী ইউনিয়নের পারভবানীপুর পশ্চিম পাড়া গ্রামে আব্দুল আজিজের ছেলে সরকরী আযিযুল হক বিশবিদ্যালয় কলেজের অনার্সের ছাত্র শাকিল আহমেদ একই গ্রামের পাশের বাড়ীর দরিদ্র রফিকুল ইসলামের যুবতী মেয়ের সাথে গত দেড় বছর যাবৎ প্রেম করে আসছে। বিয়ের আশ^াস দিয়ে বিভিন্ন সময় দৈহিক সম্পর্ক করতো। বেশকিছুদিন যাবৎ শাকিলকে বিয়ের জন্য চাপদিতে থাকলে তালবাহানা করতে থাকে। লম্পট শাকিলের পরিবার প্রভাবশালী হওয়ায় ওই মেয়েকে বিয়ে করাতে রাজি না থাকায় আগামী ২৯ মার্চ শুক্রবার বগুড়ার দুপচাচিয়া উপজেলায় তার বিয়ের দিন ঠিক করেন। ওই যুবতী বিয়ের কথা জানতে পেরে গত রোববার সন্ধ্যে ৭টার দিকে গ্যাস ট্যাবলেট হাতে নিয়ে বিয়ের দাবীতে প্রেমিক শাকিলের ঘরে ওঠে। প্রেমিকা তার ঘরে ওঠার খবর শুনে শাকিল আত্মগোপনে রয়েছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।এব্যাপারে ওই যুবতী এই প্রতিবেদককে জানায়, বিয়ে না হওয়া পর্যন্ত এই বাড়ী ছাড়বোনা। আমাকে বিয়ে না করলে আত্মহত্যা করবো। এ ব্যাপারে খামারকান্দি ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব বলেন, বিয়ের দাবিতে অনশনের কথা শুনেছি তবে আমাকে কেউ কিছু বলেনি।এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর বলেন, মেয়েটি আমাদের অবগত করলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো।