মো: বশির আলম, টঙ্গী প্রতিনিধি :
কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে টঙ্গীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার বিকেলে গাজীপুর মহানগর ৫৪নং ওয়ার্ড আওয়ামীলীগের নেতাকর্মীরা টঙ্গীর কলেজ গেইট থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ৫৪নং ওয়ার্ডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুক্তার বাড়ী রোডে গিয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জালাল মাহমুদ, মো: হারুন, আবুল হোসেন, আব্দুল কাদের বাচ্চু, সেলিম আহমেদ রাজু, মো: সোহেল প্রমুখ।
বক্তারা বলেন, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি এড. আজমত উল্লা খান ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে গাজীপুর মহানগর আওয়ামীলীগ ঐক্যবদ্ধ। অবিলম্বে ভাস্কার্য ভাংচুরকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। বাংলাদেশে যে কোন আন্দোলন সংগ্রামে ৫৪নং ওয়ার্ড আওয়ামীলীগ সর্বদা মাঠে আছি এবং থাকবো।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply