Amar Praner Bangladesh

বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকীতে টঙ্গী সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতনে বর্ণাঢ্য আয়োজন

 

মো: বশির আলম, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি :

 

টঙ্গীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেত এন্ড কলেজে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে।

জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তর্বক অর্পন, কেক কাটা, আলোচনা সভা, দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিদ্যালয়ের শহীদ আহসান উল্লাহ মাস্টার হলরুমে অধ্যক্ষ মো: ওয়াদুদুর রহমানের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক রতন কুমার ঘোষের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রভাতী শাখার সহকারী প্রধান শিক্ষক জাহান আরা বেগম, টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল, বীরমুক্তিযোদ্ধা ওয়াজ উদ্দিন মিয়া, দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক মজিবুর রহমান, ভোকেশনাল ইনচার্জ হাবিবুর রহমান, প্রভাষক মহসিন মিয়া, রফিকুল ইসলাম, জান্নাতুল ফেরদৌস, নাসরিন মমতাজ, নিলিমা আক্তার, খাদিজা আক্তার তামান্না, সিনিয়র শিক্ষক হাজী মো: আলতাফ হোসেন, সুরুজ্জামান মাষ্টার, আশরাফ আলী, গুলজার হোসেন, চৌধুরী আশরাফ হোসেন, সাবিয়া সুলতানা, জাকির হোসেন প্রমুখ।

এ সময় বঙ্গবন্ধুর আত্মজীবনীর উপর নানাবিদ বিষয়ে আলোচনা করা হয়।