Amar Praner Bangladesh

বঙ্গবন্ধুর ৪৭ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

 

 

মোঃ শামছুল হক, জেলা প্রতিনিধি শেরপুর :

 

শেরপুরের শ্রীবরদী উপজেলার খড়িয়া কাজিরচর ইউনিয়নে যথাযথ মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদৎ বার্ষিকী পালিত হয়। শনিবার ২০ শে আগষ্ট বিকেলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে খড়িয়া কাজিরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম এ খালেক এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীবরদী উপজেলার বর্তমান চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খড়িয়া কাজিরচর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও অত্র ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মো. দুলাল মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. দুলাল আল জাহান সরকার, শ্রীবরদী সাব রেজিস্ট্রার অফিসের সভাপতি ও খড়িয়া কাজিরচর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এন এম বদরুজ্জামান সবুজ, খড়িয়া কাজিরচর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি ডা.মো. জহুরুল হক,সাধারণ সম্পাদক জাহিদুর রহিম উজ্জ্বল প্রমুখ,ও অত্র ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।