মো: নাসির উদ্দিন, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় থেকে ১’শ ১ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা। গ্রেফতারকৃতরা হলেন- কুষ্টিয়া সদর উপজেলার পেয়ারাতলা গ্রামের আমিরুল ইসলামের ছেলে মো. রাজু (২৭), একই জেলার দৌলতপুর উপজেলার পাকুরিয়া গ্রামের ফয়সালের ছেলে আনোয়ার পারভেজ (২৫), দারেরপাড়া গ্রামের আকরাম হোসেনের ছেলে ফরহাদ পারভেজ (২৬), ভেড়ামাড়া উপজেলার কেমেরদিয়া গ্রামের মো. সাহাবুল ইসলাম (৪৫)।
জানা যায়, টাঙ্গাইল পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় ও অতিরিক্ত পুলিশ সুপার কালিহাতী সার্কেল মাসুদুর রহমান মনির এবং বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেনের নির্দেশক্রমে শনিবার দিবাগত রাতে বঙ্গবন্ধু সেতু পূর্ব গোলচত্বর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে রবিবার (২১ এপ্রিল) দুপুরে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই কবিরুল ইসলাম জানান, শনিবার রাতে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার গোলচত্বর থেকে এক গোপন সংবাদের ভিত্তিতে ওই চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply