মীর আবু বকরঃ
বাঙালি জাতির অবিসংবাদিতা নেতা স্বাধীনতার মহানায়ক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সর্বকনিষ্ঠ পুত্র শেখ রাসেল। বাঙালি জাতির ইতিহাস একটি কলঙ্কিত দিন ছিল যেদিন নিষ্পাপ রাসেলকে ও প্রাণ দিতে হয়েছিল। সেদিনের ছোট্ট শিশু শেখ রাসেল জন্মদিন আজ। সারাদেশের ন্যায় সাতক্ষীরা জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শেখ রাসেলের জন্মদিন ২০২২ উদযাপিত হয়েছে।
জেলা প্রশাসন শিল্পকলা একাডেমী ও শিশু একাডেমীর উদ্যোগে সকাল ৯ টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে শহীদ শেখ রাসেলের প্রকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও বেলুন-ফেস্টুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির ও পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের পরিচালক মাসরুবা ফেরদৌস, সড়কের নিবার্হী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জামাল উদ্দিন,অতিঃ জেলা প্রশাসক সার্বিক মোঃ রেজা রশিদ,অতিঃ পুলিশ সুপার সবিজ খান, অতিঃ জেলা প্রশাসক রাজস্ব কাজী আরিফুর রহমান,অতিঃ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তানজিজুর রহমান, সদর উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান বাবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, জনস্বাস্থ্য প্রকৌশল মোঃ শহিদুল ইসলাম, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম সহ জেলা প্রশাসনের সকল কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, বাঙালি জাতির ইতিহাসে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট একটি জঘন্যতম দিন।
স্বাধীনতা বিরোধী দোসরা অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই দিনে বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করেছিলেন। জাতির জন্য নির্মম ইতিহাস হল বঙ্গবন্ধুর প্রতিষ্ঠিত স্বাধীন দেশে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল। সেদিন ছোট্ট শিশু রাসেলকে ও তারা নির্মমভাবে হত্যা করে। ভাগ্যের জন্য বেঁচে গিয়েছিল বঙ্গবন্ধুর দুই কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা।
বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আজ অনন্য উচ্চতায় পৌঁছেছে। বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা বাস্তবে রূপ দিতে পারলেই শেখ রাসেলের আত্মার শান্তি পাবে।এর পূর্বে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিল্পকলা কলা একাডেমীর সাধাঃ সম্পাদক শেখ মোশফিকুর রহমান মিল্টন।
Leave a Reply