আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
আজ সোমবার দুপুরে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন এনটিভি অনলাইনকে বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দুপুর সাড়ে ১২টার দিকে বঙ্গভবনে আসেন। সোয়া ১টার দিকে তিনি বেরিয়ে যান। এর মধ্যে রাষ্ট্রপতির সঙ্গে একান্ত সাক্ষাৎ করেছেন।’
তবে সাক্ষাৎকারে কী বিষয় নিয়ে দুজনের মধ্যে কথা হয়েছে তা জানেন না বলে জানান রাষ্ট্রপতির প্রেস সচিব।
একটি সূত্র জানিয়েছে, আজ শ্রীকৃষ্ণের জন্মাষ্টমি উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদ হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় সেখানে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, ভারতের হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা প্রমুখ উপস্থিত ছিলেন।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অনুষ্ঠানের শেষ দিকে বঙ্গভবনে প্রবেশ করেন। পরে তিনি রাষ্ট্রপতির সঙ্গে একান্ত সাক্ষাৎ করেন। সোয়া ১টার দিকে তিনি বঙ্গভবন থেকে বেরিয়ে যান।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply