Amar Praner Bangladesh

বঙ্গমাতার ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ

 

 

মোঃ লোকমান হোসেন, ভান্ডারিয়াঃ

 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে ভান্ডারিয়া উপজেলা পরিষদ অডিটরিয়ামে অসহায় ও দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সীমা রানী ধর, উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জহিরুল ইসলাম, মহিলা বিষয়ক অফিসার আঃ ওহাব হাওলাদার, যুব মহিলা লীগ সভানেত্রী আসমা সুলতানা যুথী, হেতালিয়া মহিলা কল্যান সমিতির নির্বাহী পরিচালক সালমা বেগম প্রমুখ। পরবর্তীতে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় উপজেলা নির্বাহী অফিসার সীমা রানী ধর সকলের উপস্থিতিতে বাল্য বিবাহ, যৌতুক নিরসন, মাদক প্রতিরোধে আলোচনা করেন।