Amar Praner Bangladesh

বনবিভাগ কর্তৃক ভান্ডারিয়ায় একটি মসজিদ এর ইমাম ও মুসল্লীদের হয়রানীর অভিযোগ

ভান্ডারিয়া প্রতিনিধিঃ
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার বনবিভাগ কর্তৃক উপজেলার ধাওয়া ইউনিয়নের পূর্ব পশারিবুনিয়া গ্রামের মরহুম আব্দুল গণি হাওলাদার বাড়ী জামে মসজিদের ইমাম ও মাদ্রাসা সুপার মো. রুহুল আমিনসহ মসজিদ কমিটি ও মুসুল্লীদের হয়রানির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা।
গতকাল বৃহস্পতিবার বিকেলে ভান্ডারিয়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে মসজিদের ইমাম ও মুসুল্লীগণ জানান, দীর্ঘ ২০ বছর পূর্বে মসজিদের পার্শ্বে মসজিদ কমিটির সদস্য মাদ্রাসা সুপার মো. নূরুল ইসলামের নিজহাতে রোপনকৃত একটি রেইনট্রি গাছ মসজিদ কমিটি ও মুসুল্লিদের সর্ব সম্মতি ক্রমে মসজিদের উন্নয়ন কাজের জন্য ১৫ হাজার টাকায় বিক্রি করা হলে গত শুক্রবার ভান্ডারিয়া বন বিভাগের মালি মজিবুর রহমান উপস্থিত হয়ে ওই গাছ বন বিভাগের দাবী করে গাছ বিক্রিতে বাধা প্রদান করে এবং কর্তনকৃত গাছ ইউপি সদস্য মো. কবির হোসেন এর জিম্মায় রেখে মসজিদ কমিটির বিরুদ্ধে মামলা প্রদানের হুমকি প্রদান করে। মসজিদের ইমাম আরও জানান ওই মসজিদের চত্বর তো দুরের কথা ওই এলাকায় বনবিভাগ কোন গাছ লাগায়নি।
এ ঘটনায় বিভাগীয় বন কর্মকর্তা এমডি সাইদুল ইসলাম জানান, বিষয়টি তার জানা নেই, তবে খোজ খবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভান্ডারিয়া উপজেলা বন কর্মকর্তাকে বার বার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।