Amar Praner Bangladesh

বন্যাদুর্গতদের মাঝে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের ত্রাণ বিতরণ

লালমনিরহাটে বন্যাদুর্গতদের মাঝে বসুন্ধরা গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে। আজ সকাল সাড়ে ১০টায় জেলার চরকুলাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ১৫ শ বানভাসি মানুষের মাঝে এসব ত্রাণ বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজাউল আলম সরকার, অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত কুমার রায়সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।