মোঃ শাকিল আহমেদ, বরগুনা :
ঘটনাটি ঘটে বরগুনা জেলার তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের ছকিনা নামক গ্রামে।
সোমবার (২৩ জানুয়ারি) উপজেলার সোনাকাটা ইউনিয়নের ছকিনা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সজিব ওই গ্রামের ফারুক হাওলাদার এর ছেলে এবং লাউপাড়া সাগর সৈকত মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেনীর শিক্ষার্থী।
নিহতের স্বজনরা জানান, আপন ছোট বোন তানিশা (৭) এর সাথে দরজা খোলাকে কেন্দ্র করে ভাই বোনের মাঝে রাগারাগী হলে এক পর্যায়ে অভিমান করে বিষপান করে। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল সেবাচিমে নিয়ে গেলে সকালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তালতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply