ফোরকান মাহমুদ, বরগুনা প্রতিনিধিঃ
বরগুনার বামনায় দক্ষিন কাকচিড়া বাবুলের মেয়ে জাকিয়া (২০) নামের বরগুনা সরকারী কলেজে অনার্স প্রথম বর্ষে পড়ুয়া ছাত্রীকে আজ বুধবার বিকাল সারে চারটায় উত্তর গুদিঘাটা রত্তনের ছেলে আবুসালে (২৫) নামের এক পাষণ্ড স্বামী কুপিয়ে হত্যা করে।
জানা যায় পারিবারিক শত্রুতার জের ধরে হত্যার ঘটনা। পূর্ব পরিকল্পিত ভাবে স্বামী স্ত্রীকে জোর করে তাদের বাড়ি নিয়ে যেতে চাইলে স্ত্রী যেতে না চাইলে তাকে জোর করে নিয়ে যেতে চায় আর এতেই ক্ষিপ্ত হয়ে পাষণ্ড স্বামী তার সাথে থাকা দাও দিয়ে এলোপাতাড়ি কয়েকটি কোপ দেয় সাথে সাথে মৃত্যুর কোলে ঢলেপড়ে জাকিয়া।
Leave a Reply