এস এম ফোরকান মাহামুদ, বরগুনা জেলা প্রতিনিধিঃ
বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের পশুয়া গ্রামে ভাতিজার হাতে চাচা নিহত হয়েছেন। জানা যায় পূর্ব শত্রুতার জের ধরে এই ঘটনা ঘটে। আজ মঙ্গলবার ১২/০৫ / ২০ ইং তারিখ দুপুর আনুমানিক ১ টার দিকে সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের পশুয়া গ্রামের ভাতিজা খোকন সর্দারের উপর্যুপরি হাতুড়ির আঘাতে চাচা মজিবর সর্দার (৪৫) নিহত হন। স্থানীয়রা জানান, গত দুই মাস পূর্বে একটি মোবাইল ফোন চুরি হওয়ার ঘটনাকে কেন্দ্র করে চাচা মজিবর সর্দার ও ভাতিজা খোকনের মধ্য এক প্রকার বিরোধ সৃষ্টি হয়।
মঙ্গলবার দুপুর ১২ টার সময় চাচা মজিবর সর্দার তার বাড়ীর টিউবওয়েলে গোসল করতে গেলে মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে চাচা ও ভাতিজার মধ্য এক প্রকার কথা কাটাকাটির এক পর্যায়ে খোকন বেধড়ক চাচা মজিবর সর্দারের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করলে মজিবর সর্দার জ্ঞান হারায়। অচেতন অবস্থায় মুজিবর সর্দারকে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। পরে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এব্যাপারে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন বলেন, আমরা ঘটনাটি শুনেছি। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে। তিনি আরও বলেন এবিষয়ে মামলা প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply