শনিবার, ১০ জুন ২০২৩, ০৮:৩৩ অপরাহ্ন

বরগুনা পাথর ঘাটায় ছগির ফরাজীকে সন্ত্রাসীদের হত্যার চেষ্টা থানায় মামলা হলেও আসামীরা ঘুরছে পুলিশের নাকের ডগায়

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ২৬ Time View

 

 

 

রাহিমা আক্তার মুক্তা :

 

মোসাঃ খাদিজা বেগম, স্বামী মোঃ ছগির ফরাজী, গ্রাম- জালিয়াঘাটা, ৫ নং ওয়ার্ড, থানা- পাথরঘাটা, জেলা- বরগুনা। স্বামী সংসার নিয়ে ভালোই কাটছিল দিন। কিন্তু কিছু কু-চক্রী মহল ভূমিদস্যুরা তাদের সুন্দর সংসার জীবনকে চিরতরে শেষ করে দিয়ে পৈত্রিক সম্পত্তি হাতিয়ে নেওয়ার লালসায় মরিয়া হয়ে খাদিজা বেগমের স্বামীকে হত্যার চেষ্টা চালায় বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী খাদিজা বেগম গত ১৯-০৫-২০২৩ ইং তারিখ পাথরঘাটা থানায় তার স্বামীকে হত্যার চেষ্টাকারীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলা নং- ১৭, ধারা- ১৪৩/ ৪৪৭/ ৩২৩/ ৩১৪/ ৩০৭/ ৩৫৫/ ৩৭৯/ ৫০৬ রুজু হয়। আসামী- (১) মোঃ আব্দুল ফরাজী (২২), পিতা- মোঃ রিপন ফরাজী, সাং- জালিয়াঘাটা, ৫ নং ওয়ার্ড, (২) মোঃ সোহরাব হাওলাদার (৫৫), পিতা- মোঃ আরশেদ আলী হাওলাদার, সাং- কিরণপুর, (৩) মোসাঃ চম্পা বেগম (৪৫), স্বামী- মোঃ রিপন ফরাজী, (৪) মোঃ আবুল কালাম (৩২), পিতা- মোঃ আবু সাঈদ, সাং- জালিয়াঘাটা, ৫ নং ওয়ার্ড সহ অজ্ঞাত নামা ৩ জন। মামলার এজাহারে খাদিজা বেগম উল্লেখ করেন মামলার আসামীরা অনেক দিন যাবৎ আমার স্বামীর প্রাপ্ত পৈত্রিক সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য ষড়যন্ত্র করে আসছে।

এ বিষয় নিয়ে আমার স্বামী ছগির ফরাজী উপজেলা চেয়ারম্যান বরাবর অভিযোগ করলেও এজাহারের উল্লেখিত আসামীরা কোন বিচার মানেনা। গত ১৭-০৫-২০২৩ ইং তারিখ সকাল বেলা আনুমানিক ৯ ঘটিকার সময় আমি ও আমার স্বামী এবং মোসাঃ শাহিনুর বেগমকে নিয়ে আমাদের জমিতে মুগডাল তুলতে গেলে এজাহারে উল্লেখিত বিবাদীরা পূর্বপরিকল্পিত ভাবে বেআইনি জনতাবদ্ধে একত্রিত হইয়া তাহাদের হাতে থাকা বাংলা দা, লোহার রড ও লাঠিসোটা দিয়া আমাদের জমিতে অনাধিকার প্রবেশ করিয়া আমাদেরকে মুগডাল তুলতে দিবেনা মর্মে বাঁধা প্রদান করে।

তখন আমার স্বামী ছগির ফরাজী তাদেরকে বাঁধা নিষেধ করিলে তারা এলোপাথাড়ি ভাবে মারপিট শুরু করে এবং আমার স্বামীকে খুনের উদ্দেশ্যে তার মাথা লক্ষ্য করিয়া কুপ দিলে মাথা কাটিয়া যায়, সাথে সাথে ফিনকি দিয়া রক্ত ছুটে। এজাহারে উল্লেখিত আসামীরা আমার কাপড়চোপড় ধরে টানাহেচড়া করে শ্লীলতাহানি ঘটায়। আমাদের ৩ মণ মুগডাল তারা লুট করে নিয়ে যায়। আমাদের ডাক চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে এজাহারে উল্লেখিত আসামীরা পালিয়ে যায়।

পরবর্তীতে আমার স্বামীকে পাথরঘাটা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাই। বর্তমানে আমরা কোন বিচার পাচ্ছিনা। আসামীদেরকে এখন পর্যন্ত পুলিশ ধরতে সক্ষম হয় নাই। আমরা ভয়ভীতির মধ্যে জীবন অতিবাহিত করিতেছি। যেকোন সময় আসামীরা বা তাদের আত্মীয়রা আমাদেরকে জানে মেরে ফেলতে পারে। আমি আপনাদের মাধ্যমে আমার এলাকার মাননীয় সংসদ সদস্য সহ সকলের কাছে ন্যায্য বিচার চাই। আমি যেন আমার স্বামীর সংসার নিয়ে নিরাপত্তার মধ্যে বসবাস করতে পারি, এই দাবী জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়