বরগুনা প্রতিনিধিঃ
নাচনা পাড়া এলাকায় ছাত্রলীগ-যুবলীগের হামলা নুরুল ইসলাম মনির উপর। পাথরঘাটা উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী মোঃ ফারুকসহ ১০০ আহত হয়েছে।
রোববার বিকাল পাঁচটায় পাথরঘাটা উপজেলার নাচনা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় বিএনপি সমর্থকদের ১০টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় ছাত্রলীগ নেতাকর্মীরা।
এছাড়া ভাঙচুর করে প্রায় ৫০ টি মোটরসাইকেল। বরগুনা জেলা বিএনপি’র সদস্য সচিব অ্যাডভোকেট তারিকুজ্জামান টিটু বলেন, ঢাকা থেকে গাড়িবহর নিয়ে পাথরঘাটার নাচনেপাড়া এলাকায় তার নিজ বাড়িতে যাবার পথে হামলার চেষ্টা চালায় ছাত্রলীগ- যুবলীগ।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাত্রলীগ যুবলীগকে সংঘর্ষের জড়াতে বাধা দিলেও তারা হামলা চালায়। এতে সাবেক এমপি নুরুল ইসলাম মনি ও উপজেলা বিএনপি’র আহ্বায়ক চৌধুরী মোঃ ফারুক সহ শতদিক নেতাকর্মী আহত হয় এর ভিতর গুরুতর আহত হয়ে অনেকে অনেক হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছেন ।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply