ওয়াসিম আকরাম,গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী বাজার বণিক সমিতির উদ্যােগে ৫০০ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। করোনা ভাইরাসের কারণে জরুরি কাজ ছাড়া বাড়ি থেকে মানুষকে বের না হওয়ার জন্য বিশেষভাবে সতর্ক করা হয়েছে।
নিত্য প্রয়োজনীয় পণ্যের কিছু দোকান ছাড়া বাকি সব বন্ধ থাকায় বরমী বাজারের হোটেল শ্রমিক ও পরিচ্ছন্ন কর্মীরা বেকার হয়ে পড়েছে।বেকার হয়ে পড়েছে বাজারের কুলি , কামার,লেবার সহ মোট ৫০০ লোকজনকে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
এমন সংকটময় মুহুূর্তে তাদের পাশে দাঁড়ালো বরমী বাজার বণিক সমিতির উদ্যােগে বাজার পরিচ্ছন্ন কর্মীদের পরিবারের মধ্যে দশ কেজি চাউল দেওয়া হয়।
এসময় বণিক সমিতির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সরকার বলেন, গাজীপুরের -৩ আসনের সংসদ সদস্য জনাব ইকবাল হোসেন সবুজ এমপির নির্দেশনায় আমাদের বরমী ইউনিয়নের অসহায়-সুবিধা বঞ্চিত মানুষের পাশে থাকা অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন,বরমী বাজার বণিক সমিতির সভাপতি আবুল হাসেম, এবং সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির সরকার, এমডি নাগরিক হাসপাতাল বরমী বাজার।বরমী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল হক বাদল সরকার। গাজীপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাফি উদ্দিন মোড়ল, জেলা আওয়ামীলীগের সদস্য শেখ আঃ লতিফ, এস এম ফয়সাল আবেদিন, শ্রমিক লীগের নেতা রফিকুল ইসলাম রবি সহ আরও অনেকে।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply