বরিশাল সদর উপজেলার ৯ নং টুঙ্গিবাড়িয়া ইউনিয়নে শাওন হাওলাদার (১৯) নামের এক যুবক আম গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার অভিযোগ পাওয়া যায়।
গত (৪এপ্রিল) সোমবার সকালে তার লাশ বরিশাল মেট্রোপলিটন বন্দর থানা পুলিশ উদ্ধার করে।
টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড চরকেউটিয়া বদিউল্লাহ গ্রামের মানিক হাওলাদারের পুত্র শাওন।
স্থানীয় সুত্রে জানা যায়, মা বাবার সাথে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহের জেরে অভিমান করে আত্মহত্যা করেন। মানিক হাওলাদার ঐ এলাকার গ্রাম পুলিশ সদস্যে কর্তব্যরত আছেন।
শাওন এর বোন জামাই মোঃ মিরাজ বলেন, আমি বরিশাল একটি পানির গোডাউনে কর্মরত আছি, আমাকে ফোন দিয়ে বিষয়টি জানালে আমি এসে আম গাছের সাথে ঝুলন্ত দেখতে পাই,কিন্তু তার আত্মহত্যার কারণ এখন পর্যন্ত বলা যাচ্ছে না।
পুলিশ জানায়, শাওন সোমবার সকালে বাড়ির পাশে একটি আমগাছে গলায় ফাঁস দেয়। এতে তার মৃত্যু হলে স্বজনেরা থানায় খবর দিয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে প্রেরণ করে। তবে কি কারণে যুবক আত্মহত্যা করেছেন, প্রাথমিকভাবে সেই তথ্য দিতে পারেনি পুলিশ।
বন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।