Amar Praner Bangladesh

বরিশালে ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ যুবকের মৃত্যু

 

 

বরিশাল প্রতিনিধিঃ

 

বরিশালের মেহেন্দিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চর একক‌রিয়া ইউনিয়নের উত্তর চর দাদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা ওই গ্রামের দুলাল মৃধার ছেলে অপু মৃধা (২৬) ও আব্দুল মাজেদ মাঝির ছেলে শাকিল মাঝি (২০)।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য শহিদুল ইসলাম জানান, সোমবার রাত সাড়ে ৮টার দিকে অপু ও শাকিল ব্যাডমিন্টন খেলার জন্য বিদ্যুৎসংযোগ দিতে গিয়ে একসঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চি‌কিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘ওই দুইজনের মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।