গাজী আরিফুর রহমান, বরিশাল :
বরিশালে উজিরপুরে ৩৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
রবিবার (৫ ফেব্রুয়ারি) ভোর ৫টায় উপজেলার ইচলাদি টোল প্লাজা থেকে একটি প্রাইভেটকার ভর্তি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গ্রেপ্তারকৃতরা হলেন, বানারিপাড়া উপজেলার বাইশারি ইউনিয়নের উত্তরকুল গ্রামের সত্তার বেপারির ছেলে মনির বেপারি( ৪৮) ও গাজিপুর সালডোবা এলাকার ছানোয়ার হোসেনের ছেলে খোরশেদ আলম।
বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এনায়েত হেসেন জানান, ঢাকা থেকে বিপুল পরিমান গাঁজা আসতেছে এমন সংবাদের ভিত্তিতে উজিরপুরের ইচলাদি টোল প্লাজায় চেকপোস্ট বসাই। এমন সময় একটি প্রাইভেটকার ভর্তি ৩৫ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করি এবং মাদক বহনের গাড়িটিও জব্দ করি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাব ইনস্পেক্টর ইশতিয়াক জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করেছেন বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক এনায়েত হোসেন।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply