বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০৮:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুরে মেয়র পদপ্রার্থী রাসেল সরকারের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ নড়াইলে চোর চক্রের ৬ সদস্যকে গ্রেফতার, জেলা পুলিশ সুপারের সংবাদ সম্মেলন মানিকগঞ্জে বিশ্ব পানি দিবস উপলক্ষে আলোচনা সভা ইএসডিও-রেসকিউ প্রকল্পের উদ্যোগে উদ্যোক্তা ও স্টেকহোল্ডারদের মতবিনিময় সভা অনুষ্ঠিত পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদ-উল ফিতর উপলক্ষে আইন শৃংঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা সমাজের সকল মতাদর্শের মানুষের কাছে একজন দক্ষ ও পরিশ্রমী চেয়ারম্যান খোকা স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি বাচ্চু মন্ডলের পদত্যাগ দাবীতে শিক্ষার্থীদের মিছিল সাতক্ষীরায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমির দলিল ও চাবি হস্তান্তর বাগেরহাটের মোংলায় আ’লীগ নেতার বিরুদ্ধে কৃষি জমি দখলের অভিযোগ, প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ শ্রীবরদীতে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমিসহ গৃহ হস্তান্তর

বরিশাল বিভাগ সহ ঝালকাঠিতে নারী প্রতারক চক্র সক্রিয়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
  • ২১ Time View

 

 

(ঝালকাঠিতে নারী প্রতারকরা স্বর্ণ নিয়ে পালিয়েছে- বিডি নিউজ ২৪, বরিশালে ২ নারী ছিনতাইকারী আটক- নয়া শতাব্দী, বরিশালে ৫ নারী সহ প্রতারক চক্রের ১০ জন গ্রেফতার- দৈনিক ইনকিলাব, বরিশালে নারী অপহরণকারী চক্র সক্রিয়- দৈনিক জনকন্ঠ, বরিশালে চোর চক্রের চার নারী সদস্য আটক- ঢাকা টাইমস ২৪, বরিশালে শেবামেকে দুই নারী ছিনতাইকারী গ্রেফতার, বরিশাল টাইমস।)

 

ফারুক হোসেন, (বরিশাল ব্যুরো) :

 

বরিশাল বিভাগ সহ ঝালকাঠি জেলায় নারী প্রতারক চক্রের ফাঁদে পড়ে নিঃস্ব মানুষের সংখ্যা বাড়ছে। ভুক্তভোগীরা বলছেন, টাকা আদায়ের কৌশল হিসাবে মানবিক আবেদনের মত স্পর্শকাতর বিষয়গুলোও বাদ যাচ্ছে না। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির জালে সম্প্রতি ধরা পড়ে নারী প্রতারক চক্রের সদস্যরা। জিজ্ঞাসাবাদে প্রবাসীকে ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নেয়ার কথা স্বীকার করে চক্রের এক তরুণী। পুলিশ বলছে, বরিশাল ঝালকাঠিতে সক্রিয় এমন একাধিক প্রতারক চক্র।

এসব চক্রের সদস্যরা ইমো, হোয়াটসঅ্যাপ, ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে শুরুতে বন্ধুত্বের সম্পর্কে গড়ে তোলে। পরে ব্যক্তিগত ছবি, ভিডিও ছড়িয়ে দেয়ার ভয় দেখানোসহ নানা কৌশলে টাকা আদায় করে। প্রতারক চক্রের মূল টার্গেট প্রবাসীরা এবং সরকারী চাকুরীজীবি বড় বড় কর্মকর্তারা। তাদের মধ্যে অনেকে প্রথমে কৌশলে পুলিশের বিভিন্ন সার্জেন্ট, এসআই ও টিআই সহ উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সম্পর্ক গড়ে তুলে। বিশেষ করে যেসব পুলিশদের রাস্তায় ডিউটি থাকে তাদের সাথে বিভিন্ন অসামাজিক মেয়েদের সখ্যতা গড়ে তোলা সহজ হয়। এক পর্যায়ে এসব বড় বাবুদের মধ্যে যাদের চরিত্র একটু বেশি খারাপ তারাই দ্রুত ধরা পড়ে এসব মক্ষীরাণীদের মায়াজালে। এই সম্পর্ক একটি পর্যায়ে গড়ায় মিথ্যা প্রেমের অভিনয়ে। পরবর্তীতে শারিরিক সম্পর্কে, এরপর চলে ব্ল্যাকমেইলের পালা, তারপর চলে টাকা হাতিয়ে নেওয়ার গল্প।

এছাড়া ব্যবসায়ী-শিক্ষার্থীসহ সম্পদশালী নানা পেশার মানুষ প্রতারণার শিকার হচ্ছেন। পুলিশ বলছে, চক্রের মূল হোতাদের ধরতে চলছে অভিযান। নেট দুনিয়ায় বন্ধুত্ব স্থাপনসহ মানবিক আবেদনে সাড়া দেয়ার ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানিয়েছে পুলিশ। এরকম বেশ কিছু প্রতারণার ঘটনা এসেছে দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকা অফিসে। এগুলো নিয়ে চলছে অনুসন্ধান। খবরের পিছনের খবর দেখতে চোখ রাখুন- দৈনিক আমার প্রাণের বাংলাদেশে।

বরিশালে চাকরি দেওয়ার নামে কিশোরীকে বিক্রি, নারী দালাল গ্রেপ্তার, দরিদ্রতার সুযোগে গ্রামের কিশোরীদের বরিশাল শহরে ভাল বেতনে চাকরি দেওয়ার প্রলোভনে ফ্ল্যাট বাসার দেহ ব্যবসার গোপন আস্তানায় (মিনি পতিতালয়) বিক্রি করা অভিযুক্ত নারী দালাল মানছুরা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মানছুরার কাজ ছিল বিভিন্ন প্রলোভনে কিশোরীদের ফুঁসলিয়ে বরিশালে এনে দেহ ব্যবসার আস্তানায় বিক্রি করে দেওয়া। বিনিময়ে সে ব্যবসার পার্সেন্টেজ পেতেন।বৃহস্পতিবার সকালে মানছুরাকে গ্রেপ্তার করার সত্যতা নিশ্চিত করে বরগুনার তালতলী থানার ওসি কাজী শাখাওয়াত হোসেন তপু কাজী বলেন, থানায় দায়ের করা মারধরের একটি মামলায় মানছুরা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে।

সম্প্রতি সময়ে বরিশালে সক্রিয় হয়ে উঠেছে নারী অপহরণকারী চক্র। বান্ধবী কিংবা চাকরী প্রলোভন এবং ডিবি পুলিশ পরিচয়ে কৌশলে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী ও যুবতীদের অপহরণ করে মুক্তিপণ আদায়ের চেষ্টা করছে ওই চক্রটি। ইতোমধ্যে নারী অপহরনকারী চক্রের একাধিক সদস্যকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তার পরেও রোধ করা যাচ্ছে না এ চক্রের অপতৎপরতা।

নগরীর রূপাতলীর এক মাদ্রাসার শিক্ষিকাকে অপহরণ মামলায় গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। নগরীর আয়েশা সিদ্দিকা (রাঃ) মহিলা মাদ্রাসার ষষ্ট শ্রেণীর ছাত্রী অপহৃতা সুমাইয়া তানজিলাকে অপহরনের তিনদিন পর পটুয়াখালীর বড় গোপালদি এলাকা থেকে উদ্ধারসহ অপহরণকারী আসমা আক্তার সুখীকে গ্রেফতার করা হয়। কোতোয়ালী মডেল থানার এসআই নজরুল ইসলাম জানান, উদ্ধারকৃত অপহৃতা স্কুলছাত্রী রূপাতলী হাউজিং এলাকার বাসিন্দা শফিকুল ইসলামের কন্যা। এসআই আরও জানান, অপহৃতার মাদ্রাসার শিক্ষক আসমা প্রায়ই তানজিলাদের বাসায় যাতায়াত করতো।

সে সুবাধে গত ১৭ জুলাই তানজিলাকে বাসায় একাকি পেয়ে তাকে (তানজিলা) অচেতন করে ওই বাসা থেকে ১০ ভরি স্বর্ণালংকার, নগদ ৫১ হাজার টাকা লুট করে কৌশলে অচেতন স্কুল ছাত্রীকে অপহরণ করা হয়। এ ঘটনায় ওইদিন অপহৃতার পিতা শফিকুল ইসলাম বাদি হয়ে কোতোয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। প্রযুক্তির মাধ্যমে অপহৃতার অবস্থান শনাক্ত করে ১৯ জুলাই রাতে পটুয়াখালীর বড় গোপালদি এলাকায় অভিযান চালিয়ে অপহৃতাকে উদ্ধারসহ অপহরনকারী আসমাকে গ্রেফতার করে তার দেয়া স্বীকারোক্তি মতে লুট করে নেয়া স্বর্ণালংকার ও টাকা উদ্ধার করা হয়। আসমা আক্তার সুখী (২৬) বড় গোপালদি গ্রামের সানু ভূইয়ার কন্যা। গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

এরপূর্বে গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয়ে নগরীর বিনোদন কেন্দ্র মুক্তিযোদ্ধা পার্ক থেকে অপহরণ করা হয় নগরীর বিএম স্কুল রোড এলাকার জামান মলিকের কন্যা সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী জান্নাতি আক্তার জেমি এবং তার খালাতো বোন পটুয়াখালি জেলার বাউফল উপজেলার নাজিরপুর গ্রামের এসএম ইনুসের কন্যা স্থানীয় ডিগ্রি কলেজের একাদশ শ্রেনীর ছাত্রী ফেরদোসী আক্তার নুপুরকে। দুই ছাত্রীর পরিবারের কাছে এক নারী অপহরনকারী মোটা অংকের টাকা মুক্তিপন দাবি করেছিলো।

তাৎক্ষনিক বিষয়টি থানা পুলিশকে অবহিত করার পর পুলিশ অভিযান চালিয়ে উজিরপুর উপজেলা সদরের ‘সরদার বোডিং’ নামের একটি আবাসিক হোটেল থেকে এক নারী ও এক পুরুষ অপহরনকারীকে গ্রেফতারসহ অপহৃতা দুই কলেজ ছাত্রীকে উদ্ধার করেন। এসময় অপহরনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

কোতোয়ালী পুলিশ সূত্রে জানা গেছে, ভূয়া ডিবি পুলিশ পরিচয়ে ওই দু’কলেজ ছাত্রীকে অপহরন করা হয়। পরবর্তীতে তাদের (অপহৃতাদের) উজিরপুর উপজেলা সদরের ‘সরদার বোডিং’ নামের একটি আবাসিক হোটেলে আটকে রেখে মোবাইল ফোনে তাদের পরিবারের কাছে মোটা অংকের টাকা মুক্তিপন দাবি করা হয়। অপহরনের পর থানায় দায়ের করা অভিযোগের ভিত্তিতে উন্নত প্রযুক্তির মাধ্যমে পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে ওইদিন রাত দশটার দিকে অপহৃতাদের উদ্ধারসহ অপহরনকারী ভুয়া মহিলা ডিবি পুলিশ রাইয়ানা ইসলাম শাহিদা (২২) ও প্রাইভেটকার চালক আনিচকে আটক করে।

আটককৃত শাহিদা নগরীর কাশিপুর চৌমাথা এলাকার আব্দুর রাজ্জাকের কন্যা এবং প্রাইভেটকার চালক নগরীর ২৫ নম্বর ওয়ার্ডের আবুল কাসেম হাওলাদারের পুত্র আনিচ হাওলাদার (৩০)। শাহিদা নগরীর সাগরদী বাজার সংলগ্ন চান্দু মার্কেট এলাকায় একটি ভাড়াটিয়া বাসায় বসবাস করে আসছিলো। এ ঘটনায় দায়ের করা অপহরণ মামলায় গ্রেফতারকৃতরা বর্তমানে জেলহাজতে রয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, নগরীর পলাশপুর এলাকায় একটি নারী অপহরনকারী চক্র রয়েছে। যাদের কাজ হলো নাবালিকা মেয়েদের নানান ছলে ফাঁদে ফেলে অপহরণ করে থাকে। গত বছর নগরীর চাঁদমারী ও কলেজ এভিনিউ এলাকা থেকে নারী চক্রের একাধিক সদস্যদের পুলিশ আটক করেছিলো। পুলিশের কঠোর অভিযানের পরেও নগরীর বিভিন্নস্থানে ঘাপটি মেরে থাকা নারী অপহরণকারী চক্রের সদস্যরা তাদের কর্মকান্ড পরিচালনা করে আসছে।

এ ব্যাপারে জেলা পুলিশ সুপার বলেন, সকল ধরনের অপরাধ কর্মকান্ড নিয়ন্ত্রণ করতেই পুলিশের পক্ষ থেকে প্রাথমিকভাবে ভাড়াটিয়া ফরম বিতরণ করা হচ্ছে। সঠিকভাবে এ ফরমপূরন করে সংশ্লিষ্ট থানায় জমা দেয়া হলে সবধরনের অপরাধ অনেকাংশে কমে আসবে। এছাড়া পুলিশের পাশাপাশি এলাকাবাসি সচেতন হলে কোন অপরাধীরা ঘাপটি মেরে থাকতে পারবেনা।

অন্যদিকে খোঁজ নিয়ে জানা যায়, যাদের বাড়ী বরিশাল শহরের বাহিরে কিন্তু তারা বরিশাল শহরে বদলি হয়ে সরকারী পদে বড় চাকুরী করছে, তাদের মধ্যে কিছু দুশ্চরিত্র কর্মকর্তারা পরকিয়ায় জড়িয়ে সেকেন্ড হোম তৈরি করছে বরিশাল শহরে।

এসব বিষয় নিয়ে পারিবারিক দ্বন্দ্ব প্রতিদিন বাড়ছে। বিষয়টি নিয়ে উৎকন্ঠিত, শঙ্কিত, দুশ্চিন্তাগ্রস্ত সুশিল সমাজ। তাদের মতে পারিবারিক অশান্তি বিরাজ করলে নিজের কর্মক্ষেত্রে মনোযোগ থাকেনা। এতে করে পরিবার ও সমাজে অশান্তির পাশাপাশি রাষ্ট্রীয় কাজেও অবহেলা ও অবজ্ঞা চলে আসে। যে কারণেই সরকারী চাকুরী জীবিদের ক্ষেত্রে ১ম স্ত্রীর অনুমতি না নিয়ে ২য় বিয়ে করা কিংবা কোন অনৈতিক সম্পর্কে জড়ানো একটি বড় অপরাধ।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়