প্রাণের বাংলাদেশ ডেস্ক :
আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত উওরা প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদ (২০২৩-২৪) বছরের দায়িত্ব বুঝে নিয়েছে। রাজধানীর উত্তরার ৩ নং সেক্টর ফ্রেন্ডস ক্লাব মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক বিশাল অভিষেকের। নবনির্বাচিত এই কমিটিকে সকলের মাঝে পরিচয় করিয়ে দেয়া উপলক্ষে অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক এবং ঢাকা ১৮ আসনের মাননীয় সাংসদ সদস্য ও পাট ও বস্ত্র বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আলহাজ্ব হাবিব হাসান। নতুন কমিটির সভাপতি বদরুল আলম মজুমদারের হাতে উত্তরা প্রেসক্লাবের পতাকা তুলে দেয়া হবে। উওরা প্রেসক্লাবের সদস্য হিসেবে এ সংগঠনের প্রতিটি ধাপের সঙ্গে সকলের অধিকার সুনিশ্চিত করা হবে এই অভিষেক অনুষ্ঠানের মধ্য দিয়ে।
উত্তরায় কর্তব্যরত সকল সাংবাদিক সদস্যদের সংগঠন হিসেবে সবসময় এ খাতের উন্নয়নে সদস্যরা আপসহীনভাবে সব কাজ করে এসেছেন। উওরা প্রেসক্লাবের গর্বিত সদস্য হিসেবে নিজেকে উল্লেখ করে প্রবীণ সাংবাদিক হেমায়েত উদ্দিন দৈনিক আমার প্রাণের বাংলাদেশকে বলেন , উত্তরা প্রেসক্লাবের সূচনা লগ্ন থেকে আমার চিন্তা ছিল কীভাবে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে উত্তরা প্রেসক্লাবকে একটি আদর্শ প্রেসক্লাব হিসেবে প্রতিষ্ঠিত করা যায়।
বাংলাদেশ সরকারের তথ্য-বাতায়ন সেবাসহ সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার রূপকল্পে উত্তরা প্রেসক্লাব দেশের প্রতিটি বিভাগের সঙ্গে একযোগে কাজ করবে এমনটাই প্রত্যাশা সবার। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দিবেন অনুষ্ঠানের সভাপতি এবং উত্তরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন। এরপর বিদায়ী কার্যনির্বাহী পরিষদ, উত্তরা প্রেসক্লাবের নির্বাচন বোর্ড ও আপিল বোর্ডকে এবং গুণী সাংবাদিকদের তাদের অবদানের জন্য শুভেচ্ছা ক্রেস্ট তুলে দিবেন অতিথিরা। একইসঙ্গে নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদকে শপথ পাঠ করানো হবে।
ডিজিটাল বাংলাদেশ গড়ার বেসরকারি অংশীদার হিসেবে উত্তরা প্রেসক্লাব প্রতিনিয়ত বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়ন সহ বাংলাদেশের সকল গণমাধ্যমের সত্য সংবাদ সরবরাহের মুখপাত্র হয়ে কাজ করবে। আজকের নতুন কার্যনির্বাহী পরিষদ দায়িত্ব নেওয়ার মাধ্যমে উন্নয়নের সেই ধারা অব্যাহত রাখবে। আজকের অনুষ্ঠানে থাকবে সাংস্কৃতিক প্রোগ্রামসহ বিশাল আয়োজন। আয়োজনে উত্তরা প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply