লিখন রাজ, রুপগঞ্জ প্রতিনিধিঃ বৈশাখের শুভ আগমনে এদেশের বাঙালির মনে নববর্ষের উৎসবে ফুটে ওঠে সকলের প্রান সবার কন্ঠে একই গান এসো হে বৈশাখ এসো এসো—। কিন্তু যখন নিয়ে আসে তার চন্ডালী রুপ বাঙালির মনের ভিতর ভয়ে উপদ্রুপ কাল-বৈশাখের ঝড় আসে বহে দীর্ঘ বাতাস হয় জলচ্ছাস কৃষক সহ গ্রামবাসী বাঙালির মন হয় হতাশ এই বুঝি প্রীয় আম ফল ঝরে পড়ছে ধপাস-ধপাস। কিন্তু বৈশাখ যখন নিয়ে আসে গৃহের আঙ্গিনায় পাকা ধান এবং বহুরুপি ফলের সুবাস বাঙালি ভজন রসিক মানুষ ফিরে পায় তাহাদের প্রানের আবাস।
Leave a Reply