এসডি রুবেল, নড়াইল প্রতিনিধি :
কেন্দ্র ঘোষিত বাংলাদেশ আওয়ামীলীগ নড়াইল জেলা শাখার আয়োজনে বিএনপি ও জামায়াত জোটের নৈরাজ্য সহিংসতা ও অব্যাহত দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১১ ফেব্রয়ারি (শনিবার) বিকাত ৩ টায় পুরাতন বাসটার্মিনালে জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু উন্মুক্ত মঞ্চে জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট সুভাষ চন্দ্র বোস এর সভাপতিত্বে এ শান্তি সভা অনুষ্ঠিত হয়।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও নড়াইল ২ আসনের মাননীয় সাংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নিজামউদ্দিন খান (নিলু)।
এছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ নড়াইল জেলা সাখার সিনিয়র সহ সভাপতি এ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ আলী, সহ সভাপতি এ্যাডভোকেট ইমদাদুল ইসলাম পৌর মেয়র আঞ্জুমান আরা, নড়াইল সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অচিন কুমার চক্রবর্তী, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ওমর ফারুক,
নড়াইল জেলা যুবলীগের আহ্বায়ক আলহাজ্ব ওহিদুজ্জামান, যুগ্ন আহ্বায়ক মোঃ ফরহাদ হোসেন মোল্লা, যুগ্ন আহ্বায়ক এ্যাডভোকেট গাউছুল আজম মাছুম, যুগ্ন আহ্বায়ক মোঃ মাফুজুর রহমানসহ বাংলাদেশ আওয়ামীলীগ নড়াইল জেলা সাখার বিভিন্ন ইউনিয়নের সহযোগী সংগঠন ও জেলা ছাত্রলীগের সভাপতি এ সাধারণ সম্পাদক সহ বিভিন্ন ইউনিটের নেতা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply