আকবর আলী:
আগামী ২০১৮ইং চট্টগ্রাম জেলা আইনজীবি সমিতি নির্বাচনে অংশগ্রহণকারী চারটি প্যানেলের মধ্যে অন্যতম প্যানেল গণতান্ত্রিক আইনজীবি সমিতি। প্যানেলটির সভাপতি পদপ্রার্থী কামাল সাত্তার চৌধূরী ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী এডঃ জহির উদ্দিন মাহমুদ সহ উক্ত প্যানেলের সকল প্রার্থী আদালত পাড়ায় বিভিন্নভাবে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন। উক্ত প্যানেলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী এডঃ জহির উদ্দিন মাহমুদ অত্র পত্রিকাকে বলেন আইন চর্চাসহ সমিতির সার্বিক বিষয়ে পরিবর্তনের অঙ্গীকারে গণতান্ত্রিক আইনজীবি সমিতির সমর্থিত প্রার্থীদের যোগ্য প্রার্থী হিসেবে জয়যুক্ত করার জন্য আইনজীবীদের সমার্থন কামনা করছি। গণ সংযোগ কালে সভাপতি পদপ্রার্থী এডঃ কামাল সাত্তার চৌধুরী অত্র পত্রিকাকে বলেন বিগত বছর গুলোতে চট্টগ্রাম আদালতের আইনজীবিদের নিরাপত্তা সুনাম মর্যাদা অক্ষুন্ন রাখার বিভিন্ন প্রতিবাদ প্রতিরোধেএবং সাধারণ মানুষের স্বার্থে বিদ্যুৎ আদালত ও শ্রম আদালত চট্টগ্রাম অঙ্গনে পরিচালনার আন্দোলনে আইনজীবি সহ সর্বস্থরের মানুষকে একত্রিত করার সংগ্রাম করে আসছি সামনে ও থাকবো। উক্ত প্যানেলে সহ সাধারণ সম্পাদক পদপ্রার্থী এডঃ নারায়ণ প্রসাদ বিশ্বাস, অর্থ সম্পাদক পদপ্রার্থী মোঃ মোশারফ হোসেন সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ মনির হোসেন (বিপলু) ও কার্যনিবাহী সদস্য পদপ্রার্থী এডঃ উত্তম বিশ্বাস প্রমুখ। উল্লেখ্য বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতির আন্দোলনের মুখে ইতিমধ্যে বিদ্যুৎ আদালত চট্টগ্রাম কোর্ট বিল্ডিং এ স্থানান্তর হয়েছে। পাচলাইশ থেকে শ্রম আদালত ও চট্টগ্রাম কোর্ট বিল্ডিং এ স্থানান্তরের জন্য আন্দোলন অব্যাহত রয়েছে।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply