Amar Praner Bangladesh

বাংলাদেশ চ্যাম্পিয়নশীপ লীগ ২০২১-২২’ সম্পর্কিত উপ-কমিটির ২য় জরুরি সভা

 

 

আব্দুল খালেক সুমন :

 

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রফেশনাল লীগ ম্যানেজমেন্ট কমিটির আওতাধীন ‘বাংলাদেশ চ্যাম্পিয়নশীপ লীগ ২০২১-২২’ সম্পর্কিত উপ-কমিটির ২য় জরুরি সভা অদ্য ০৭-০৪-২০২২ তারিখ বৃহস্পতিবার বিকাল ৩:০০ ঘটিকায় মতিঝিলস্থ বাফুফে ভবনের ২য় তলার বোর্ড রুমে অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন কমিটির ডেপুটি চেয়ারম্যান জনাব আব্দুর রহিম। এছাড়াও কমিটির সদস্য জনাব নুরুল ইসলাম নুরু, বাফুফে’র সাধারণ সম্পাদক মোঃ আবু নাইম সোহাগসহ ‘বাংলাদেশ চ্যাম্পিয়নশীপ লীগ ২০২১-২২’-এ অংশগ্রহণকারী ক্লাবসমূহের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় সর্বসম্মতিক্রমে নিম্নোক্ত সিদ্ধান্তসমূহ গৃহীত হয়:

১। আগামী ০৮ এপ্রিল ২০২২ হতে ১৭ এপ্রিল ২০২২ তারিখ পর্যন্ত ‘বসুন্ধরা গ্রুপ বাংলাদেশ চ্যাম্পিয়নশীপ লীগ ২০২১-২২’ এর খেলা উপলক্ষ্যে ২য় খেলোয়াড় নিবন্ধন কার্যক্রম প্রত্যেক কার্যদিবসে দুপুর ১২:০০ ঘটিকা হতে বিকাল ৪:০০ ঘটিকা পর্যন্ত চলমান থাকবে।

২। ‘বসুন্ধরা গ্রুপ বাংলাদেশ চ্যাম্পিয়নশীপ লীগ ২০২১-২২’ এর ২য় পর্বের খেলা শুরুর সম্ভাব্য তারিখ আগামী ১৯ এপ্রিল ২০২২।