Amar Praner Bangladesh

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কুষ্টিয়ার উদ্যোগে শ্রদ্ধাঞ্জলী

 

 

হাসনাত রাব্বু, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :

 

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কুষ্টিয়ার উদ্যোগে স্বাধীনতা সুবর্ণজয়ন্তী জাতীয় দিবস উপলক্ষে শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। ২৬ মার্চ ২০২২ সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কুষ্টিয়া জেলা ও শহর শাখার নেতৃবৃন্দ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এসময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য ও কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী, কেন্দ্রীয় বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন।

এছাড়াও উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির আহ্বায়ক বশিরুল আলম চাঁদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মঈদ বাবুল, যুব বিষয়ক সম্পাদক মেজবাউর রহমান পিন্টু, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক শাহারিয়া ইমন রুবেল, শহর শাখার আহ্বায়ক নাহিদুল ইসলাম রুপল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগির কোরাইশি, সদস্য সচিব কামরান জামান কামু সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।